For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুর্নিমার রাতে তাজমহলের সৌন্দর্য দেখার জন্য হোটেলের ছাদে ভিড় জমালেন পর্যটকরা

পুর্নিমার রাতে তাজমহলের সৌন্দর্য দেখার জন্য হোটেলের ছাদে ভিড় জমালেন পর্যটকরা

Google Oneindia Bengali News

বলা হয় পুর্নিমার রাতে তাজমহল যেন আকবর–মুমতাজের প্রেমের কাহিনী শোনায়। যা দেখার জন্য দেশ–বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসে। রবিবার ছিল তেমনই শারদ পুর্নিমা। আর এই পুর্নিমায় চাঁদের আলোয় তাজমহল দেখার জন্য জড়ো হয়েছিল একশোরও বেশি পর্যটক। এদিন এই স্মৃতিশৌধ দেখার জন্য ৩৯৯ জন পর্যটককে আটটা দলে ভাগ করে তবে ভেতরে ঢোকানো হয়। যদিও অনেকেই তাজমহলের কাছে অবস্থিত কোনও হোটেলের ছাদে উঠে এই দৃশ্য উপভোগ করেছেন।

পুর্নিমার রাতে তাজমহলের সৌন্দর্য দেখার জন্য হোটেলের ছাদে ভিড় জমালেন পর্যটকরা


তাজমহলের রূপ দেখার পর পর্যটকদের গ্রুপের এক সদস্য বলেন, '‌৩০ মিনিটের সময় মোটেও যথেষ্ট নয়। মনে হয় যেন তাজমহলের এই রূপ দেখার জন্য একটা গোটা রাতও কম পড়বে।’‌ এএসআই প্রধান বিকে স্বর্ণকার জানান, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে তাজমহলের সুরক্ষাকে মাথায় রেখেই ৪০০ জন পর্যটককে তাজমহলের পুর্নিমার রূপ দেখানোর জন্য আটটি দলে ভাগ করে প্রবেশ করানো হয়েছে। এএসআই এ বিষয়ে অবগত যে অনেক পর্যটকই তাজমহল পুর্নিমার রাতে দেখতে চান। কিন্তু ভেতরে পর্যটকদের ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি র‌য়েছে, তাই অনেকেই ঢুকতে পারেননি। তবে হাল ছেড়ে না দিয়ে সেইসব পর্যটকরা নিজেরাই ব্যবস্থা করে নিয়েছেন। অনেক পর্যটকই মেহতাব বাগ থেকে তাজমহলকে দেখেন আবার অনেকে তাজ সংলগ্ন হোটেলের ছাদে উঠেও এই দৃশ্য দেখার সুযোগ পেয়েছেন।

এজিএ–এর সভাপতি শামসুদ্দিন জানান, মধ্য এশিয়াতে পাওয়া যায় এরকমই এক মূল্যবান–বিরল পাথর দিয়ে তৈরি করা হয়েছে তাজমহল। যা অন্যান্য রাতের চেয়ে পুর্নিমার রাতেই উজ্জ্বল করে তোলে তাজমহলকে। যা দেখার জন্যই দুর–দুরান্ত থেকে হাজির হন বিদেশি পর্যটকরাও। তিনি জানান, তাজের এই অপরূপ দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয় একদল জার্মান পর্যটক। রবিবার অবাধ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। তবে তাজ সংলগ্ন হোটেলের ছাদ থেকে তাঁরা তাজকে দেখেছেন।

মোদী সরকারের সমালোচনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ, কী বললেন প্রথম সাক্ষাৎকারেমোদী সরকারের সমালোচনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ, কী বললেন প্রথম সাক্ষাৎকারে

English summary
hundreds of tourists climb rooftops to view taj after houseful at monument on sharad poornima
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X