For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ঠেকাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে একযোগে প্রার্থনা পাটনায়, চলছে মহাযজ্ঞও

করোনা ঠেকাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে একযোগে প্রার্থনা পাটনায়, চলছে মহাযজ্ঞও

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে ভারত। সরকারি ভাবে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হলেও করোনা ভয় পিছু ছাড়ছে না সাধারণ মানুষকে।

রক্ষণশীল ও ধর্মীয় সংগঠন গুলির তরফে নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচী

রক্ষণশীল ও ধর্মীয় সংগঠন গুলির তরফে নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচী

অন্যদিকে সমাজের বিভিন্ন রক্ষণশীল ও ধর্মীয় সংগঠন গুলির তরফে করোনা ঠেকাতে একাধিক ‘কর্মসূচী' নেওয়া হয়েছে। চলছে প্রার্থানও। করোনা ঠেকাতে গত সপ্তাহেই রাজধানীতে হয়ে গেছে গোমূত্র পার্টি। যেখানে দেদার গোমূত্র খেতে দেখা গেছে একাধিক হিন্দু নেতাকে। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রধানও।

বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তরফে চলছে প্রচারাভিযান

বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তরফে চলছে প্রচারাভিযান

পাশাপাশি কলকাতাতেও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তরফে চলছে গো-মল ও গো-মূত্র সংগ্রহ অভিযান। যদিও কয়েকদিন আগেই করোনাসুরের হাত থেকে নিস্তার পেতে অত্যধিক গো-মূত্র পান করে হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে যোগগুরু রাম দেবকে। যা নিয়ে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।

জাতি-ধর্ম-নির্বিশেষে শতাধিক মানুষের একযোগে প্রার্থনা পাটনায়

জাতি-ধর্ম-নির্বিশেষে শতাধিক মানুষের একযোগে প্রার্থনা পাটনায়

এমতাবস্থায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এবার জাতি-ধর্ম-নির্বিশেষে শতাধিক মানুষকে একযোগে প্রার্থনা করতে দেখা গেল পাটনায়। নিজ নিজ ধর্মীয় পরিধানে সমস্ত মানুষ এদিন পাটনার গান্ধী ময়দানে একত্রিত হন এবং তাদের নিজস্ব ধর্মীয় উপায়ে প্রার্থনাও করেন। অনেকেই এক সাথে বসে এদিন নামাজ পড়েন এবং অনেকই নিজ নিজ ধর্মের মন্ত্র জব করতেও দেখা যায়।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে চলছে মহাযজ্ঞও

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে চলছে মহাযজ্ঞও

এছাড়াও, পাটনা, বেতিয়া, মুজাফফরপুর, বৈশালি সহ বিহারের অনেক জেলার মানুষই করোনা প্রাদুর্ভাবের ভয়ে আতঙ্কিত হয়ে মহাযজ্ঞেরও আয়োজন করেন। ধর্মীয় রীতিনীতি মেনে চলে আচারানুষ্ঠান। এদিকে বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২৯ পৌঁছেছে। মৃতের সংখ্যা ৩।

English summary
To prevent Corona praying is going on in patna simultaneously irrespective of religion and caste
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X