কৃষক তাণ্ডবের পর সন্ধ্যারাত পর্যন্ত আটকে রইলেন প্রজাতন্ত্র দিবসে আসা শিল্পীরা
প্রায় তিনশো জন শিল্পী যারা প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীর রাজপথে নানা অনুষ্ঠানের মাধ্যমে গোটা আয়োজনকে আলোকিত করে তোলেন, তাঁরা কৃষক তাণ্ডবের জেরে দীর্ঘক্ষণ লালকেল্লার অদূরে আটকে রইলেন। দুপুর থেকে তাঁরা আটকে থাকার পরে সন্ধ্যার পর গিয়ে তাঁদের উদ্ধার করে বাড়ি পাঠানো হয়েছে।

কৃষকদের ট্রাক্টর প্যারেড ঘিরে বিশৃঙ্খলা চরমে ওঠে। বিক্ষুব্ধরা ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে তাণ্ডব চালান। যার ফলে প্রজাতন্ত্র দিবসে আসা শিল্পীরা আটকে পড়েন। পরে দিল্লি পুলিশ তাঁদের উদ্ধার করেছে। তবে তাঁদের উদ্ধার করতে করতে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে যায়। দুপুর ১২টা থেকে শিল্পীরা দরিয়াগঞ্জের গেজেটেড অফিসারের মেসে আটকে ছিলেন। পরে তাঁদের উদ্ধার করে রাষ্ট্রীয় রঙ্গশালা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
সবমিলিয়ে মোট তিনশো জন ছিলেন বলে খবর। কৃষক ইউনিয়ন বিক্ষোভ দেখানোর মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লালকেল্লায় তেরঙার পাশে ধর্মীয় পতাকা ওড়ানোর অভিযোগ ওঠে। অন্যদিকে কৃষকদের একাংশ পুলিশের সঙ্গে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়ে।