For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশা জোগাচ্ছে জনসনের ভ্যাকসিন! সেপ্টেম্বরের গোড়াতেই শুরু হচ্ছে ততীয় পর্যায়ের মানব ট্রায়াল

আশা জোগাচ্ছে জনসনের ভ্যাকসিন! সেপ্টেম্বরের গোড়াতেই শুরু হচ্ছে ততীয় পর্যায়ের মানব ট্রায়াল

  • |
Google Oneindia Bengali News

আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন ১৫ই আগস্টের মধ্যেই ভ্যাকসিন আসছে দেশে। কিন্তু আগস্টের প্রায় শেষ হতে চললেও দেশে ভ্যাকসিনের দেখা মেলেনি। তবে বাজারে না এলেও বিশ্বের একাধিক ভ্যাকসিন প্রস্তুতিই চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে। অক্সফোর্ডের পাশাপাশি এবার এই তালিকায় উঠে এলো 'জনসন অ্যান্ড জনসনস'এর নামও। সেপ্টেম্বরের গোড়াতেই শুরু হতে চলেছে জনসনের করোনা টিকার ৩য় পর্যায়ের হিউম্যান ট্রায়াল।

টিকা প্রস্তুতির দৌড়ে সামিল জনসন অ্যান্ড জনসন

টিকা প্রস্তুতির দৌড়ে সামিল জনসন অ্যান্ড জনসন

বিশ্বের একাধিক সংস্থার পাশাপাশি করোনার ভ্যাকসিন প্রস্তুতির দৌড়ে সামিল জনসন অ্যান্ড জনসনস'ও। এদিন সংস্থার মুখপাত্র জানান, সেপ্টেম্বরের গোড়াতেই এই ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালে অংশ নিতে চলেছে। ১৮ উর্ধ্ব প্রায় ৬০,০০০ জন সুস্থ ভলেন্টিয়ারের উপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে বলে জানা যাচ্ছে।

ভ্যাকসিন প্রয়োগের পর ২ বছরেরও বেশি সময় ধরে চলবে পর্যবেক্ষণ

ভ্যাকসিন প্রয়োগের পর ২ বছরেরও বেশি সময় ধরে চলবে পর্যবেক্ষণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮০ টি স্থানে এই ভ্যাকসিনের মানবিক ট্রায়াল চলবে। করোনার এই সম্ভাব্য ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার পর ভলেন্টিয়াররা ২ বছর পর্যন্ত গবেষকদের পর্যবেক্ষণের মধ্যে থাকবেন। সূত্রের খবর, ইতিমধ্যেই জনসন অ্যান্ড জনসন মার্কিন যুক্তরাষ্ট্রের বেলজিয়ামে ৩য় পর্যায়ের মানব ট্রায়ালের প্রাথমিক কাজ শুরু করেছে।

বাজারে কবে আসবে? দাম কত?

বাজারে কবে আসবে? দাম কত?

জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভ্যাকসিনের দাম সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি সংস্থার তরফে। বাজারে কবে মিলবে এই ভ্যাকসিন সেই সম্পর্কেও মুখ খোলেনি সংস্থা। যদিও এই ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে সারস-কোভ -২ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলেই জানা যাচ্ছে।

বাড়ছে করোনার দাপট

বাড়ছে করোনার দাপট

গোটা বিশ্বের পাশাপাশি দেশেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ ইতিমধ্যেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০০০০ এর রেকর্ড গড়েছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ লক্ষ ছুঁইছুঁই। বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ২২.৬ কোটি মানুষ। গোটা বিশ্বই চাতকের মত ভ্যাকসিনের অপেক্ষায় দিন গুনছে। এমতাবস্থায় নয়া আশা জোগাচ্ছে, জনসনের ভ্যাকসিন।

১৮ মাসে ৮ সন্তানের মা ৬৫ বছরের বৃদ্ধা! জাতীয় প্রকল্পের টাকা পেয়ে তাজ্জব বিহারের লীলা দেবী১৮ মাসে ৮ সন্তানের মা ৬৫ বছরের বৃদ্ধা! জাতীয় প্রকল্পের টাকা পেয়ে তাজ্জব বিহারের লীলা দেবী

English summary
human trial of Johnson & Johnson's coronavirus vaccine is set to begin in September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X