For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাপরার রেল স্টেশন থেকে উদ্ধার ৩৪টি নরকঙ্কাল, ১৬টি মাথার খুলি

বিহারের ছাপরা রেল স্টেশন থেকে অনেকগুলি নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।

  • |
Google Oneindia Bengali News

বিহারের ছাপরা রেল স্টেশন থেকে অনেকগুলি নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কোমর বেঁধে ঘটনার তদন্তে নেমেছে। নরকঙ্কালের পাশাপাশি অনেকগুলি মাথার খুলিও উদ্ধার হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার।

ছাপরা স্টেশনে গ্রেফতার

ছাপরা স্টেশনে গ্রেফতার

রেলের ডেপুটি পুলিশ সুপার তনবীর আহমেদ বলেন, সোমবার সঞ্জয় প্রসাদ (২৯)-এর কাছ থেকে এই কঙ্কাল ও খুলি উদ্ধার হয়েছে। সে পূর্ব চম্পারনের বাসিন্দা। ছাপরা স্টেশনে জিআরপির হাতে সে ধরা পড়েছে।

খুলি ও কঙ্কাল উদ্ধার

খুলি ও কঙ্কাল উদ্ধার

সবমিলিয়ে মোট ১৬টি মাথার খুলি ও ৩৪টি নরকঙ্কাল উদ্ধার হয়েছে। সঞ্জয়ের কাছ থেকে ভূটানের টাকা, বিভিন্ন দেশের এটিএম কার্ড, সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ।

ভূটানে যাওয়ার প্ল্যান

ভূটানে যাওয়ার প্ল্যান

পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়া থেকে সে খুলি ও নরকঙ্কাল নিয়ে জলপাইগুড়ি হয়ে ভূটানে যাচ্ছিল। তার আগেই ছাপরা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

নরকঙ্কাল পাচার চক্র

নরকঙ্কাল পাচার চক্র

পুলিশ জানিয়েছে, একটি চক্র এভাবেই ভারত থেকে ভূটান ও অন্য দেশে নরকঙ্কাল পাচার করার কাজ করে। ধৃত সঞ্জয় সেই দলের সদস্য। তাকে গ্রেফতার করে বাকী সঙ্গীদের খোঁজে তল্লাশিতে নেমেছেন গোয়েন্দারা।

English summary
Human skulls, skeletal remains recovered from Chhapra railway station in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X