For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার আলিঙ্গনে হতাশ হয়ে পিছিয়ে যান মোদী', ফের তোপ রাহুলের

জার্মানিতে ক্য়াম্পনজেল থিয়েটারে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলিঙ্গনের প্রসঙ্গ তুলে ধরেন রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

কয়েকমাস আগেই সংসদে রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদীর আলিঙ্গনকাণ্ড ঘিরে বেশ হইচই হয়েছে। সংসদে আস্থাভোটের অধিবেশনে নিজের বক্তব্য রাখার সময়ে প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে গিয়ে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর সেই ঘটনা নিয়েই শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। বহুদিন বাদে সেই প্রসঙ্গ তুলে ফের একবার নরেন্দ্র মোদীকে তোপ দাগেন রাহুল গান্ধী।

আমার আলিঙ্গনে হতাশ হয়ে পিছিয়ে যান মোদী, ফের তোপ রাহুলের

জার্মানিতে ক্য়াম্পনজেল থিয়েটারে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলিঙ্গনের প্রসঙ্গ তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি বলেন,' হিংসার জবাব হিংসার মাধ্যমে দেওয়াটা বোকামো। এতে কোনও সমস্যার সমাধান হবে না। শুধুমাত্র কীভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ কার যাবে।আমি শুধু তাঁকে বলতে চেয়েছিলাম দুনিয়াটা খারাপ জায়গা নয়। সেখান অনেক মানুষ আছে, যাঁদের মধ্যে ভালোবাসা রয়েছে। প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখছিলেন, যার প্রেক্ষিতে আমি ভালোবাসা দেখিয়েছি। তিনি হতাশ হয়ে পড়েন, পিছিয়ে যান। ..' রাহুলের দাবি , তাঁর সেদিনের আলিঙ্গন আসল কাজের কাজ করে দিয়েছে।

কংগ্রেস সভাপতি এদিন জার্মানিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধীর মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন। এপ্রসঙ্গে তিনি বলেন হিংসা দ্বারা হিংসা বন্ধ করা যায়না। হিংসা থামাতে অহিংসার প্রয়োজন। পাশাপাশি রাজীব হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলে তিনি বলেন ক্ষমা করে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে স্বার্থকতা। পাশাপাশি এদিন বিজেপি সরকারকে তোপ দেগে রাহুল বলেন, দেশে দলিত, নিম্ন জাতি, আদিবাসীদের ওপর চরম অত্যাচার চলছে। গরীবদের জন্য যে অর্থ যাওয়ার কথাতা তলে যাচ্ছে কোটিপতি ব্যবসায়ীদের হাতে।

English summary
Hugged PM Modi in response to his hateful remarks but he got upset says Rahul Gandhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X