For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিসেম্বরে ভারতে ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি, মোদীকে চিঠি লিখে সতর্কবার্তা এই ব্যাক্তির

ডিসেম্বর মাসে ভারত মহাসাগরে ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি। এর জেরে ভারত-পাকিস্তান সহ এশিয়ার সাতটি দেশের জন্য বড় বিপদ অপেক্ষা করে রয়েছে বলে জানিয়েছেন বাবু কালাইল নামে এক ব্যক্তি।

  • |
Google Oneindia Bengali News

এবছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে ভারত মহাসাগরে ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি। এর জেরে ভারত-পাকিস্তান সহ এশিয়ার সাতটি দেশের জন্য বড় বিপদ অপেক্ষা করে রয়েছে বলে জানিয়েছেন বাবু কালাইল নামে এক ব্যক্তি। শুধু জানানোই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত সেপ্টেম্বরেই এই মর্মে তিনি চিঠি দিয়েছেন।

ডিসেম্বরে ভারতে ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি, মোদীকে চিঠি লিখে সতর্কবার্তা এই ব্যাক্তির

দাবি, এই মানুষটির ষষ্ঠ ইন্দ্রিয় নাকি অত্যন্ত প্রবল। তিনি আগে থেকে সুনামির প্রলয় বুঝতে পেরেই সাবধান করে চিঠি দিয়েছেন। যে সাতটি দেশের কথা তিনি বলেছেন সেগুলি হল - ভারত, চিন, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, জাপান, আফগানিস্তান।

বাবু কালাইলের চিঠি পড়ে অনেকে হাসলেও কেন্দ্র গুরুত্ব দিয়ে চিঠিটি পর্যালোচনা করছে। এমনকী কোনও কোনও দেশ, দুর্যোগ হলে তার কীভাবে মোকাবিলা করা হবে সেই প্রস্তুতিও নাকি নেওয়া শুরু করে দিয়েছে। কালাইল বলেছেন, ডিসেম্বরে শেষদিনে অর্থাৎ ৩১ তারিখ এই সুনামি আসবে।

এদিকে এই সুনামি আতঙ্ক গ্রাস করেছে প্রতিবেশী পাকিস্তানকেও। সেদেশের বিপর্যয় মোকাবিলা দফতর নাকি ভূমিকম্প ও সুনামি মোকাবিলায় জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। ভূবিজ্ঞানীদের আপতকালীন তৎপরতায় পরিস্থিতির উপরে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
Huge tsunami could WIPE OUT Asia: Man with ‘sixth sense’ predicts devastating earthquake
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X