For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইন ডেলিভারি চালু হতেই শিশু পোশাক অর্ডারে জোয়ার

অনলাইন ডেলিভারি চালু হতেই শিশু পোশাক অর্ডারে জোয়ার

  • |
Google Oneindia Bengali News

টানা দু'মাস লকডাউনের পর এবার জারি রয়েছে চতুর্থ দফার লকডাউন। তবে এই দফার লকডাউনে আগের থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। এমতাবস্থায় দেখা যাচ্ছে ই-কমার্স সাইট গুলি পুনরায় খুলতেই কেনাকাটায় খোঁজ বেড়েছে সাধারণ মানুষের।

অনলাইনে দেদার বিকোচ্ছে বাচ্চাদের পোশাক

অনলাইনে দেদার বিকোচ্ছে বাচ্চাদের পোশাক

লকডাউন ৪.০ তে একটু ছাড় পেতেই একে একে কিছু সময়ের জন্য খুলতে শুরু করেছে অন্যান্য দোকানপাট। কিন্তু, শুরুতেই চোখ কপালে উঠেছে ব্যবসায়ীদের৷ জানা যাচ্ছে, গত দুমাস পর দোকান এবং অনলাইন সাইট গুলি খুলতেই সদ্যজাত ও বাচ্চাদের জামাকাপড়ের কেনাকাটা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে।

অন্যান্য শপিং কমপ্লেক্স বন্ধ,শপিং এ ভরসা অ্যাপই

অন্যান্য শপিং কমপ্লেক্স বন্ধ,শপিং এ ভরসা অ্যাপই

মার্চের শেষের দিক থেকেই মল এবং অন্যান্য শপিং কমপ্লেক্স গুলি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে একধুক শক্ত বড় দোকানও। যারফলে, এখন একমাত্র ভরসা ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল এবং মিন্ত্রার মত অনলাইন শপিং এর অ্যাপ গুলি। তাই অনালজনের বিধিনিষেধ শিথিল হতেই সেখানে প্রয়োজনীয় পণ্য অর্ডারের জন্য ঝুঁকেছেন সাধারণ মানুষ।

বাচ্চাদের পোশাক বিক্রি ১৭.৯% হারে বৃদ্ধি

বাচ্চাদের পোশাক বিক্রি ১৭.৯% হারে বৃদ্ধি

বাচ্চারা দ্রুত বাড়ে ফলত তাদের পোশাক ও খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। টানা দুমাসের লকডাউনের পর একটু ছাড় পেতেই তাই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে নবজাতক থেকে ৫ বছর অবধি শিশুদের জামা৷ সম্প্রতি একটি সমীক্ষায় জানা যাচ্ছে, ২০১৮-২০২৩ সময়কালে ১৪ বছর বয়সী পর্যন্ত শিশুদের পোশাক বিক্রয়ের হার ১৭.৯ % হারে বৃদ্ধি পেতে পারে।

মিন্ত্রা,ফ্লিপকার্টে পূর্বের থেকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে শিশু পোশাক বিক্রি

মিন্ত্রা,ফ্লিপকার্টে পূর্বের থেকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে শিশু পোশাক বিক্রি

মিন্ত্রা জানায় লকডাউনের আগের থেকে বাচ্চাদের-পরিধান দ্রব্য বিক্রয় গড়ে তিনগুণ বেড়েছে। একইভাবে ফ্লিপকার্টে, অ্যামাজনেও বেড়েছে সদ্যজাত শিশুদের জন্য পোশাকের চাহিদা।

স্ন্যাপডিলের একজন মুখপাত্র জানান, "পোশাকের পাশাপাশি সদ্য হাঁটতে শেখা শিশুর জুতো কেনার ও বেশ রমরমা দেখা যাচ্ছে।"

আম্ফান তাণ্ডবে শহিদ ২৭০ বছরের 'দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি', তছনছ বোটানিকাল গার্ডেনআম্ফান তাণ্ডবে শহিদ ২৭০ বছরের 'দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি', তছনছ বোটানিকাল গার্ডেন

English summary
huge demand of kids wear in different online platforms resuning delivery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X