For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিমের আস্তানা থেকে উদ্ধার বিপুল অস্ত্র-শস্ত্র, ডেরা থেকে ফেরানো হল ১৮ নাবালিকাকে

হরিয়ানার সিরসায় ডেরা সাচ্চা সওদার মূল আশ্রম থেকে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ, সেইসঙ্গে ১৮জন নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

হরিয়ানার সিরসায় ডেরা সাচ্চা সওদার মূল আশ্রম থেকে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ। সেইসঙ্গে ১৮জন নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে সূত্রের খবর। তবে রাম রহিমের জেলে যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। ভেতরে তল্লাশি অভিযান চলছে।

রাম রহিমের আস্তানা থেকে উদ্ধার বিপুল অস্ত্র-শস্ত্র, ডেরা থেকে ফেরানো হল ১৮ নাবালিকাকে

রাম রহিম জেলে যাওয়ার পরই সিরসায় ডেরার আস্তানা থেকে তার পরিবার ও পালিত কন্যা হানিপ্রীত বেপাত্তা। কিন্তু তখন তল্লাশিতে কিছুই মেলায় হরিয়ানা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতি ও ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পুলিশ রাম রহিমের পরিবারকে পালানোয় মদত দিয়েছে বলেও অভিযোগ ওঠে। অবশ্য পুলিশ দাবি করে প্রায় ১০০০ একর জায়গার ওপর এই আশ্রমে তল্লাশি চালানো একদিনের কাজ নয়। এরপর প্রায় এক সপ্তাহ পরে ডেরা হেডকোয়ার্টার থেকে বিপুল অস্ত্র -শস্ত্র উদ্ধারের দাবি করল পুলিশ।

ডেরা হেডকোয়ার্টারে তল্লাশি অভিযানে ১৮জন নাবালিকা ও ৩৪ জন নাবালককে উদ্ধার করা হয়েছে। অপরদিকে রোহতক জেলে এখন অনেকটাই ধাতস্থ হয়েছেন রাম রহিম। জেলে বাগানের কাজেও লেগেছেন তিনি। দৈনিক ৪০ টাকা মজুরি দেওয়া হবে তাঁকে। তবে এখনও মাঝে -মধ্যেই দেওয়ালের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগ করেছেন জেলের খাওয়া - দাওয়া নিয়েও।

English summary
Haryana police recovers huge cache of arms from Dera Headquarter in Sirsa, Ram Rahim is getting used to inside prison
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X