গোপালপুর থেকে ৭২০ কিলোমিটার দূরে 'হুদহুদ', আছড়ে পড়বে রবিবারই

'হুদহুদ' নিয়ে এখন সবাই ভয়ে কাঁটা। বিশেষত অন্ধ্রপ্রদেশ-ওডিশা। তাই ঝড়ের গতিপ্রকৃতি নিয়ে ঘনঘন বুলেটিন জারি করছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত, 'হুদহুদ' এখন তীব্র ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তা অতীব তীব্র ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হবে। রবিবার দুপুর অথবা বিকেলে বিশাখাপটনম ও গোপালপুরের মাঝামাঝি জায়গায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি।
আরও পড়ুন: ১৫৫ কিলোমিটার বেগে আঘাত করবে 'হুদহুদ', দাবি হাওয়া অফিসের
আরও পড়ুন: বাইরে অঝোরে ঝরছে বৃষ্টি, আমার চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা
আরও পড়ুন: এক নজরে 'ঝোড়ো' পরিভাষা
আরও পড়ুন: হুড়হুড়িয়ে আসছে 'হুদহুদ', ঘনাচ্ছে দুর্যোগের শঙ্কা
ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যাঁরা পুরী, গোপালপুর, বিশাখাপটনম বেড়াতে গিয়েছেন বা যাবেন, তাঁদের ঝড়ের সময় হোটেলে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কোনওভাবেই সমুদ্রের কাছে যাওয়া যাবে না। কারণ বাতাসের ধাক্কায় প্রবল জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
'হুদহুদ'-এর মোকাবিলায় ওডিশায় প্রস্তুতি এখন চরমে। গতকালই সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি আশ্বাস দিয়েছেন, বিপর্যয় মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।