For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের দীর্ঘতম স্টেশন হতে চলেছে কর্নাটকের হুবলি, চলছে জোর কদমে কাজ

বিশ্বের দীর্ঘতম স্টেশন হতে চলেছে কর্নাটকের হুবলি, চলছে জোর কদমে কাজ

Google Oneindia Bengali News

বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য তাজমহল থেকে শুরু করে পৃথিবীর উচ্চতম মূর্তি সর্দার বল্লভভাই প্যাটেলের 'স্ট্যাচু অফ ইউনিটি’ রয়েছে ভারতেই। এবার সেই মুকুটে জুড়তে চলেছে আরেক পালক। বিশ্বের দীর্ঘতম রেলস্টেশন এবার তৈরি হচ্ছে ভারতেই। কর্নাটকের হুবলি রেলস্টেশন বিশ্বের দীর্ঘতম স্টেশন হবে যেটি ১৪০০ মিটার লম্বা এবং ১০ মিটার চওড়া হবে বলে জানা গিয়েছে। এই খবরটি নিশ্চিত করে দক্ষিণ পশ্চিম রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে হুবলি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মের প্রসারিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

বিশ্বের দীর্ঘতম স্টেশন হতে চলেছে কর্নাটকের হুবলি, চলছে জোর কদমে কাজ


রেলের আধিকারিকেরা জানান যে আগে তৈরি করা এই প্ল্যাটফর্মটি ছিল ৫৫০ মিটার লম্বা। যেটিকে ১৪০০ মিটার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ–পশ্চিম রেলের জনসংযোগ আধিকারিক ই বিজয়া বলেন, '‌ওয়ার্ডগুলির পুর্ননির্মাণ করা হবে, বিল্ডিংয়ের কাজ বাকি, সিগনালিং, গেট বানান, ইলেক্ট্রিকের কাজ অনেকটাই বাকি। এর জন্য ৯০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এক বছরের মধ্যেই শেষ হবে কাজ।’‌

কর্ণাটকের এই রেলস্টেশনে আরও তিনটি প্ল্যাটফর্ম বানানোর কথা রয়েছে। ২০১৯–এর নভেম্বর থেকে এই কাজটি শুরু হয়েছে। জনসংযোগ আধিকারিক এও বলেন যে, '‌এছাড়াও ইন্সপেকশন ক্যারিয়েজ লাইনটিকেও পরবর্তীতে সম্পূর্ণ প্ল্যাটফর্ম করার কথা রয়েছে। তাহলে নতুন প্ল্যাটফর্মের দুই দিক থেকেই ট্রেন চালানো যাবে। হুবলি ইয়ার্ডও পুর্ননির্মাণের কাজ চলছে।’‌ জানা গিয়েছে মোট আটটি প্ল্যাটফর্ম হবে এই স্টেশনে। বর্তমানে এই স্টেশনে দু’‌টি প্রবেশ ও প্রস্থানের জায়গা রয়েছে।

ভারতীয় রেলওয়ে প্ল্যাটফর্মগুলি বর্তমানে দীর্ঘতম প্ল্যাটফর্মগুলির তালিকায় প্রাধান্য পেয়েছে। উত্তর প্রদেশের গোরখপুর রেলওয়ে স্টেশনটিতে এখন দীর্ঘতম প্ল্যাটফর্ম হিসাবে রয়েছে (১৩৬৬ মিটার), তালিকার দ্বিতীয়টি হল কেরলের কোল্লাম জংশন (১১৮০ মিটার)।

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বন্যার ভ্রুকুটি, আগামী ৮০ বছরে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের সাক্ষী হবে ভারততীব্র তাপপ্রবাহের সঙ্গে বন্যার ভ্রুকুটি, আগামী ৮০ বছরে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের সাক্ষী হবে ভারত

English summary
From the Taj Mahal, one of the Seven Wonders of the World, to the world's tallest statue, Sardar Vallabhbhai Patel's 'Statue of Unity' is in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X