For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ডে অনাহারে মৃত্যুর জের, ছুটিতে মিডডে মিল দেওয়া নিয়ে চিন্তাভাবনা

স্কুল ছুটি থাকলেও পড়ুয়াদের জন্য় মিডডে মিলের ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

স্কুল ছুটি থাকলেও পড়ুয়াদের জন্য় মিডডে মিলের ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য ঝাড়খণ্ডের সিমডেগা গ্রামে অনাহারে এক ১১ বছরের ছাত্রীর মৃত্যুর জেরেই এই চিন্তাভাবনা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

ঝাড়খণ্ডে অনাহারে মৃত্যুর জের, ছুটিতে মিডডে মিল দেওয়া নিয়ে চিন্তাভাবনা

গত মাসেই ঝাড়খণ্ডের সিমডেগা গ্রামে ওই ছাত্রীর মৃত্যু হয়। আধার কার্ড না থাকায় তার পরিবারের রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর শুধুমাত্র স্কুলের মিড ডে মিল খেয়েই ওই ছাত্রী বেঁচে ছিল। কিন্তু পুজোর ছুটিতে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় টানা সাতদিন এই ছাত্রীকে একেবারেই অনাহারে কাটাতে হয়েছে বলে অভিযোগ। এরপরই স্কুল ছুটিতেও মিডডে মিল দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের আধিকারিক রীনা রায়।

ঝাড়খণ্ডে অনাহারে মৃত্যুর জের, ছুটিতে মিডডে মিল দেওয়া নিয়ে চিন্তাভাবনা

এই প্রসঙ্গ ওটার পরই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে এই ঘটনা সামনে আসার পরই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে পুরনো কার্ডেও আগের মতই রেশন মিলবে। রেশনের সঙ্গে আধার সংযোগের ফলেই চারটি রাজ্যে ৫ লক্ষেরও বেশি ভুয়ো রেশনকার্ড ধরা পড়েছে। তবে মিড ডে মিলের সঙ্গের ক্ষেত্রে এই বিষয়গুলি খাটে না বলেই মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই প্রসঙ্গে রীনা রায় বলেন, আধার কার্ড থাকার সুবিধের পাশাপাশি কোনও শিশু যাতে মিড ডে মিল থেকে বঞ্চিত না হয়, তাও দেখতে হবে। এমনকী দুটি বিষয়ের মধ্যে সমন্বয় থাকাও জরুরি বলে মত তাঁর ।

English summary
HRD to explore possibilities of midday meals during holidays too, Jharkhand girl's death be the main reason behind this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X