For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার অনুপাতে কেমন হবে বাড়তি পরিষেবা করের হিসাব? জেনে নিন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বুধবার থেকে বাড়ল পরিষেবা কর। এদিন থেকে যুক্ত হল ০.৫ শতাংশ হারে কৃষি কল্যাণ সেস। অর্থাৎ এবার থেকে মোট পরিষেবা কর গুনতে হবে ১৫ শতাংশ হারে

যেকোনও পরিষেবার জন্য এখন আগের চেয়ে বেশি টাকা গুনতে হবে। ফলে মোবাইলের খরচ, দূরপাল্লার বাস, রেল ও বিমানের টিকিটের খরচ বাড়বে। একইসঙ্গে কোনও রেস্তরাঁয় খেতে গেলে বা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখলে বাড়তি টাকা দিতে হবে আপনাকে।

টাকার অনুপাতে কেমন হবে বাড়তি পরিষেবা করের হিসাব? জেনে নিন

ধরে নিন সপ্তাহান্তে কোনও রেস্তরাঁয় পরিবারকে নিয়ে লাঞ্চ বা ডিনারে গেলেন আপনি। তাহলে কী অনুপাতে আপনাকে এই বাড়তি পরিষেবা কর গুনতে হবে তা জেনে নিন একনজরে।

ধরুন আপনার খাবারের বিলের হিসাব দাঁড়াল মোট ১০০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে সার্ভিস চার্জ (১০ শতাংশ হারে) ১০০ টাকা। সবমিলিয়ে হল ১১০০ টাকা। এবার আপনার মোট টাকার ৪০ শতাংশ উপরে ১৪ শতাংশ হারে বসবে সার্ভিস ট্যাক্স। অর্থাৎ ৪০০ টাকার অনুপাতে ১৪ শতাংশ মানে হল ৫৬ টাকা।

এর সঙ্গে যুক্ত হবে স্বচ্ছ্ব ভারত সেস (৪০০ টাকার ০.৫ শতাংশ) ২ টাকা। ও কৃষি কল্যাণ সেস (৪০০ টাকার ০.৫ শতাংশ) ২ টাকা। এরপরে যুক্ত হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স (১১০০ টাকার উপরে ১২.৫ শতাংশ) ১৩৭.৫ টাকা।

অর্থাৎ আপনাকে রেস্তরাঁর বিল হিসাবে মোট চোকাতে হবে ১২৯৭.৫ টাকা। মানে আপনার বিলের চেয়ে ২৯৭.৫ টাকা বেশি।

নিচে আরও একবার বুঝে নিন সরল হিসাব

মোট খাবারের দাম ১০০০ টাকা
সার্ভিস চার্জ ১০০ টাকা

মোট হল ১১০০ টাকা

মোট খাবারের বিলের (১০০০ টাকা) ৪০ শতাংশের (৪০০ টাকা) উপরে ১৪ শতাংশ সার্ভিস ট্যাক্স। অর্থাৎ ৫৬ টাকা।

স্বচ্ছ্ব ভারত সেস (৪০০ টাকার ০.৫ শতাংশ) ২ টাকা

কৃষি কল্যাণ সেস (৪০০ টাকার ০.৫ শতাংশ) ২ টাকা

ভ্যালু অ্যাডেড ট্যাক্স (৪০০ টাকার ১২.৫ শতাংশ) ১৩৭.৫ টাকা

সর্বমোট প্রদেয় টাকা ১০০০+১০০+৫৬+২+২+১৩৭.৫ টাকা = ১২৯৭.৫ টাকা

English summary
How you have to pay the excess cess? Know the break up ratio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X