For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের কোনও সম্ভাবনা নেই, জানালেন পাওয়ার

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার এদিন জানিয়ে দিয়েছেন, শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট সরকার মহারাষ্ট্রে আসতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার এদিন জানিয়ে দিয়েছেন, শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট সরকার মহারাষ্ট্রে আসতে চলেছে। তা আগামী পাঁচ বছর রাজ্যে শাসন ক্ষমতায় থাকবে। মধ্যবর্তী নির্বাচন হবে না বলেও দাবি করেছেন পাওয়ার।

মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের কোনও সম্ভাবনা নেই, জানালেন পাওয়ার

সাংবাদিকদের পাওয়ার বলেছেন, সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই সরকার আগামী পাঁচ বছর মহারাষ্ট্রে থাকবে। কোনও মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।

শিবসেনা মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে বসে রয়েছে। সেই প্রসঙ্গে পাওয়ার বলেছেন, যদি কেউ এমন দাবি করে, তাহলে তা অবশ্যই ভেবে দেখা হবে। বৃহস্পতিবার তিন দল মিলে ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত করেছে। যার ভিত্তিতে দাঁড়িয়েই আগামী দিনে তারা মহারাষ্ট্র সরকার গড়তে চলেছে।

এদিন সকালেই এনসিপি দলের তরফে নবাব মালিক জোট সরকার মহারাষ্ট্রের ক্ষমতায় আসতে চলেছে বলে ইঙ্গিত দেন। এবং শিবসেনাই যে সেই জোট সরকারের মুখ্যমন্ত্রী পদ পেতে চলেছে সেটাও একপ্রকার জানিয়ে দিয়েছেন তিনি। এখনও সরকারি ঘোষণা না হলেও ধরে নেওয়া হচ্ছে শিবসেনা থেকে কেউ মুখ্যমন্ত্রী হবেন। বিধানসভার অধ্যক্ষের পদ পেতে পারে কংগ্রেস এবং উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ যাবে এনসিপির দখলে।

অবৈধ শিবসেনা-কং-এনসিপি জোট, মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে হিন্দু মহাসভাঅবৈধ শিবসেনা-কং-এনসিপি জোট, মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে হিন্দু মহাসভা

English summary
How will be new Maharashtra govt, NCP chief Sharad Pawar hints on possibilities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X