For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যার মৃত্যু ঘিরে এত রহস্য, সেই আরুষি বাস্তবে কেমন মেয়ে ছিল

আরুষি সম্পর্কে মুখ খুলে বিভিন্ন কথা বললেন তাঁর দিদিমা লতা দেবী।

  • |
Google Oneindia Bengali News

মেয়ে আরুষির হত্যাকাণ্ডের দায়ে অভিযোগের নিশানায় ছিলেন তলওয়ার দম্পতি। অভিযুক্তি ডঃ রাজেশ তলওয়ার ও নূপুর তলওয়ারকে আরুষি হত্যাকাণ্ডে আজ বেকসুর খালাস করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। প্রশ্ন উঠতে থাকে যদি তলওয়ার দম্পতি এই হত্যা না করে থাকেন , তো কে করেছে এই ঘৃণ্য অপরাধ?

[আরও পড়ুন:যে পাঁচটি কারণে এদিন উচ্চ আদালত বেকসুর খালাস করল রাজেশ ও নুপূর তলওয়ারকে][আরও পড়ুন:যে পাঁচটি কারণে এদিন উচ্চ আদালত বেকসুর খালাস করল রাজেশ ও নুপূর তলওয়ারকে]

তবে যার মৃত্যু ঘিরে এত রহস্য, সেই আরুষি বাস্তবে কেমন ছিল। আরুষি সম্পর্কে মুখ খুলে বিভিন্ন কথা বললেন তাঁর দিদিমা লতা দেবী।

পড়াশুনায় ভালো ছিল আরুষি

পড়াশুনায় ভালো ছিল আরুষি

পড়াশুনায় বিষয়ে ছোট থেকেই মনযোগী ছিল আরুষি। চিকিৎসক বাবা মা কাজে বেরিয়ে গেলে, আরুষি তার দিদার বাড়িতে চলে যেত। আরুষিকে তার বাবা মা এতটাই ভালোবাসতেন যে, তারপর আর কোনও সন্তান চাননি তলওয়ার দম্পতি। এমনটাই দাবি আরুষির দিদিমার।

গুণী মেয়ে আরুষি

গুণী মেয়ে আরুষি

ছোট থেকেই আরুষি খুবই বোঝদার মেয়ে ছিল। এমনিতে নানাবিধ গুণের অধিকারী ছিল আরুষি। নাতনিকে 'গড গিফ্টেড' বলে বর্ণনা করেছেন দিদিমা।

মা নূপুরের ঘনিষ্ঠ ছিল আরুষি

মা নূপুরের ঘনিষ্ঠ ছিল আরুষি

বাবার থেকে বেশি মায়ের ঘনিষ্ঠ ছিল আরুষি। পিজ্জা থেকে ফ্রেঞ্চ ফ্রাই যাই খেতে ইচ্ছে করুক না কেন তার জন্য বায়না ছিল মায়ের কাছে।

অবসরে কী কী করত আরুষি?

অবসরে কী কী করত আরুষি?

অবসর সময়ে গাছে জল দেওয়া বা গান শুনে সময় কাটাত আরুষি। খুবই চঞ্চল ছিল তাঁর নাতনি বলে দাবি করেছেন দিদিমা লতা দেবী।

English summary
how was arushi as a human being .know more about her.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X