For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ি বসে জমা দিন আয়কর সহ অন্যান্য ট্যাক্স, অনলাইনের মারপ্যাঁচ জেনে নিন একনজরে

বাড়ি বসে জমা দিন আয়কর সহ অন্যান্য ট্যাক্স, অনলাইনের মারপ্যাঁচ জেনে নিন একনজরে

  • |
Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাবদাহে লকডাউন দেশজুড়ে। এমতাবস্থায় বন্দিদশার কড়াকড়ি কিছুটা লঘু হলেও লাইনে দাঁড়িয়ে ব্যাঙ্কের কাজ থেকে কর জমা দেওয়া, কোনো ক্ষেত্রেই জমায়েত করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। এহেন পরিস্থিতিতে সকল ক্ষেত্রেই ত্রাতার ভূমিকায় হাজির হচ্ছে ডিজিটাল মাধ্যম। বাড়িতে বসে হাতের মুঠোফোন বা ল্যাপটপের মাধ্যমে নেট ব্যাঙ্কিং ব্যবহার করে জমা দেওয়া সম্ভব আয়কর সহ অন্যান্য প্রশাসনিক কর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আওতায় থাকা যেকোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই অনলাইনে কর জমা দেওয়া সম্ভব।

কোন কোন সরাসরি কর অনলাইনে জমা সম্ভব?

কোন কোন সরাসরি কর অনলাইনে জমা সম্ভব?

আয়করের ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স, সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, সারট্যাক্স, বিস্তৃত লাভ ও বিস্তৃত রোজগার সম্পর্কিত কর মূলত চালান নং আইটিএনএস ২৮০-র মাধ্যমে জমা করা সম্ভব। পাশাপাশি চালান নং ২৮১-র আওতায় টিডিএস, চালান নং আইটিএনএস ২৮২-র আওতায় গিফট ট্যাক্স, হোটেল রিসিট ট্যাক্স, এস্টেট ডিউটি ট্যাক্স, ইন্টারেস্ট ট্যাক্স এবং চালান নং আইটিএনএস ২৮৩-র দ্বারা ব্যাঙ্কিং লেনদেন সম্পর্কিত কর মেটানো সম্ভব।

 অনলাইনে কর জমার পদ্ধতি কিরূপ?

অনলাইনে কর জমার পদ্ধতি কিরূপ?

অনলাইনে কর জমা করার ক্ষেত্রে 'লগ ইন' করতে হবে www.tin-nsdl.com ওয়েবসাইটে। তারপর 'ই পেমেন্ট' অপশনে ক্লিক করে অনলাইনে কর জমা দেওয়ার সুযোগ থেকে প্রয়োজনীয় 'চালান' বেছে নিতে হবে। নির্দিষ্ট করের জন্য নির্ধারিত চালান বেছে নেওয়ার পর প্যান কার্ডের তথ্য, করদাতার ঠিকানা, অর্থবর্ষ, মেজর ও মাইনার হেড কোড, টিডিএস এবং যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের নাম বেছে নিতে হবে।

 কোথায় প্যান, কোথায় ট্যান?

কোথায় প্যান, কোথায় ট্যান?

চালান নং ২৮০, ২৮২ ও ২৮৩-র ক্ষেত্রে প্যান নং উল্লেখের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র চালান নং ২৮১-র জন্য দরকার ট্যান নং। প্যান হোক বা ট্যান, অনলাইনে এই আইডি লেখার আগে যে বারংবার খুঁটিয়ে যাচাই করে নেওয়া উচিত, সে সম্বন্ধে সতর্ক করেছেন সরকারি আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়েবসাইট এরপর প্যান/ট্যান নং যাচাই করবে। তথ্যভান্ডারে এই নম্বরের উল্লেখ না থাকলে অনলাইন মাধ্যমে কর দিতে পারবেন করদাতা।

 কর জমার শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ

কর জমার শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ

সকল তথ্যাদি অনলাইন পোর্টালে জমা করার পর 'প্রসিড' বাটনে ক্লিক করতে হবে। তথ্যভান্ডারে প্যান/ট্যান নংয়ের উল্লেখ থাকলেই টিআইএন ওয়েবসাইট দেখিয়ে দেবে করদাতার নাম ও সকল বিবরণ। সকল তথ্য সঠিক থাকলে 'সাবমিট' সুযোগটি বেছে নেবেন করদাতা, বিবরণে কোনোরকম গলদ থাকলে 'এডিট' অপশনে ক্লিক করে তথ্যে রদবদল করা সম্ভব। এরপর নেট-ব্যাঙ্কিং পেজ থেকে করের দেয় অর্থ জমা করতে হবে। অর্থ জমা দিলে একটি একটি সিআইএন উল্লিখিত রিসিট দেখা যাবে। ট্যাক্স জমার প্রমাণ হিসেবে এই রিসিট ডাউনলোড করতে পারবেন করদাতা।

English summary
how to submit income tax online find out at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X