For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কো–উইনে নাম নথিভুক্ত, টিকাকরণ কেন্দ্র বদল সহ একাগুচ্ছ তথ্য জেনে নিন এক নজরে

কো–উইনে নাম নথিভুক্ত, টিকাকরণ কেন্দ্র বদল সহ একাগুচ্ছ তথ্য জেনে নিন এক নজরে

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার টিকাকরণ চলছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেছেন যে যাঁরা ৪৫ বছরের ঊর্ধ্বে, তাঁদের টিকাকরণ শুরু হবে ১ এপ্রিল থেকে। এখন শুধু ৬০ বছরের ঊর্ধ্বে এবং ৪৫ বছরের বেশি ও কো–মর্বিটিস রয়েছে তাঁরাই টিকাকরণ নিচ্ছে।

কো–পোর্টালে নথিভুক্ত করতে হবে নাম

কো–পোর্টালে নথিভুক্ত করতে হবে নাম


দেশের নাগরিকরা কো-উইন পোর্টালে তাঁদের ফোন নম্বরের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন, এরপর তাঁদের ফোন নম্বর যাচাইয়ের জন্য ওটিপি আসবে। জাভড়েকর জানিয়েছেন যে '‌আমরা অনুরোধ করব সমস্ত যোগ্য নাগরিকরা যেন দ্রুত নাম নথিভুক্ত করে টিকা গ্রহণ করেন।'‌

টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে আপনাকে কি করতে হবে তা জেনে নিনঃ

টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে আপনাকে কি করতে হবে তা জেনে নিনঃ

১)‌ একটি ফোন নম্বর দিয়ে মোট চারজন ব্যক্তি নাম নথিভুক্ত করতে পারবেন।

২) কো-উইন অ্যাপের মাধ্যমে যে কেউ অ্যাপয়েন্টমেন্ট বদল, পুনরায় দিনক্ষণ ঠিক বা বাতিল করতে পারেন।

৩)‌ অনিবার্য পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য কেউ চাইলে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার কেন্দ্র বদল করতে পারেন।

৪)‌ প্রথম ডোজ যেখান থেকে নিয়েছিলেন সেই কেন্দ্র সহ সিস্টেমটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য ভ্যাকসিন কেন্দ্রগুলির তালিকা দেখাবে।

৫)‌ প্রতিটি টিকা রেকর্ড ব্যাকএন্ডে রেকর্ড করা হবে

৬)‌ টিকাকরণের পর ডিজিটালি সই করা শংসাপত্র দেওয়া হবে। আপনার ডিজিটাল পোর্টালে তা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে।

৭)‌ নাম নথিভুক্তের সময় নাগরিকদের দেওয়া তথ্য সুরক্ষিত থাকবে। নাগরিকদের শুধুমাত্র তাঁদের নাম, বয়স ও লিঙ্গ জানাতে হবে।

 দূর হচ্ছে ভ্যাকসিন নিয়ে সংশয়

দূর হচ্ছে ভ্যাকসিন নিয়ে সংশয়

নীতি আয়োগের ডাঃ ভিকে পাল জানান যে সোমবার নরেন্দ্র মোদী কোভ্যাকসিন শট নিয়েছেন এবং মানুষের এই ভ।আকসিন নিয়ে আর কোনও সংশয় থাকা উচিত নয়। তিনি বলেন, '‌ভ্যাকসিন নিয়ে সংশয় ধীরে ধীরে কমছে, কিন্তু তাও আমাদের এই দ্বিধা দূর করতে হবে। টিকাকরণের পরই মানুষ কোভিড-১৯ লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন।'‌

টিকাকরণ কর্মসূচি

টিকাকরণ কর্মসূচি

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি। প্রথম দফায় টিকাকরণ হয়েছে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের। ১ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার টিকাকরণে টিকা দেওয়া হচ্ছে ৬০ বছরের ঊর্ধ্ব ও ৪৫ বছর বা তার বেশি ও একাধিক রোগ রয়েছে এমন ব্যক্তিদের। দেশের বেশ কিছু রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

প্রথম দফার নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপি শিবিরে, প্রভাবশালী নেতার যোগদান তৃণমূলে প্রথম দফার নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপি শিবিরে, প্রভাবশালী নেতার যোগদান তৃণমূলে

English summary
The third phase of corona virus vaccination program will start from April 1 in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X