For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে আবশ্যক মাস্কের ব্যবহার! কী ভাবে বাড়িতে বসেই বানাবেন ফেস কেয়ার?

Google Oneindia Bengali News

দেশব্যাপী লকডাউন ও সংক্রমণের আবহে নতুন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নতুন এই বিধিতে বলা হয়েছে, পরিবারপিছু একটা করে মাস্ক না বরং, প্রতি সদস্যপিছু একটা মাস্ক, এই নীতিতে চলতে হবে। তাহলেই বাড়ির বাইরে বেরলে থাকবে না সংক্রমিত হওয়ার আশঙ্কা। এমনটা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

পাওয়া যাচ্ছে না মাস্ক

পাওয়া যাচ্ছে না মাস্ক

তবে বাজারে এমনিতেই মাস্কের আকাল। লকডাউনের জেরে তো আরও পাওয়া যাচ্ছে না মাস্ক। তবে অত্যন্ত জরুরি কাজে বাইরে বেরচ্ছেন এমন নাগরিক এই ফেস কেয়ার মুখে পরে বাড়ির বাইরে পা রাখতে হবে। এই ক্ষেত্রে এবার বাড়িতেই এই ফেস কেয়ার বা মাস্ক তৈরি করতে পারবেন কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে।

জেনে নিন ঘরে মাস্ক বানানোর পদ্ধতি

জেনে নিন ঘরে মাস্ক বানানোর পদ্ধতি

  • চার ইঞ্চি করে দুই টুকরো সুতির কাপড় নিন
  • একটির সঙ্গে আরেকটি সেলাই করুন
  • সেলাই দেওয়ার সময় ওপরের ছবিরমতো আধা ইঞ্চি পর পর ভাঁজ করে নিন
  • এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত
  • তৈরি হয়ে গেল আপনার মাস্ক।
  • বাড়ির সবার জন্য একবারে বেশি করে তৈরি করে রাখুন, এগুলো ব্যবহার করলে সব সময়ই জীবাণু থেকে নিরাপদে থাকতে পারবেন।
কী ভাবে মাস্ক ব্যবহার করবেন?

কী ভাবে মাস্ক ব্যবহার করবেন?

অনেকে মাস্ক পরার সময় নাক খোলা রেখে শুধু মুখ ঢেকে রাখে। এটা কিন্তু ঠিক নয়। বরং ওপরের মেটাল অংশটাকে নাকের সঙ্গে চেপে ও নিচের অংশটাকে থুতনির নিচে নিয়ে উভয়ই ঢেকে রাখতে হবে। একই মাস্ক ঘরে রেখে দিয়ে দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। নিয়ম হল, একটি মাস্ক সর্বোচ্চ এক দিন ব্যবহার করে সেটাকে ধ্বংস করে দিতে হবে।

লকডাউনেও বাড়ছে করোনা সংক্রমণ

লকডাউনেও বাড়ছে করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ রুখতে যেই লকডাউন চালু হয়েছে তার মেয়াদ আর ১০ দিন মতো। তবে দেশে করোনা সংক্রমণ থামা তো দূর, ক্রমেই নতুন হারে বেড়ে চলেছে তা। লকডাউনের দশম দিনে দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়। সরকারি হিসাবে শুক্রবার দেশএ নতুন করে ৬০১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।

করোনায় দেশে মারা গিয়েছে ৮৬ জন

করোনায় দেশে মারা গিয়েছে ৮৬ জন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯০২ জন। এর মধ্যে ৬৮ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। যদিও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে শরীরে করোনা থাকা মোট ৮৬ জন দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে।

English summary
how to make masks at hope to avoid coronavirus spread
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X