For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

e-shram Portal-এ রেজিস্ট্রেশন করলেই মিলবে ২৫ লাখের সুবিধা! সহজে কীভাবে বানাবেন e-Shram Card?

এই পোর্টালে ইতিমধ্যে ২ কোটিরও বেশি শ্রমিক এবং কর্মচারী রেজিস্ট্রেশন করেছে। বিভিন্ন পরিষেবা কেন্দ্রগুলিতে এই মুহূর্তে এই e-Shram Card বানানোর কাজ চলছে। কিন্তু সেখানে এত ভিড় হচ্ছে তাতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষ

  • |
Google Oneindia Bengali News

e-Shram Card: অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কয়েক হাজার কর্মীর জন্যে মোদী সরকার যুগান্তকারী এক পদক্ষেপ নেয়। এই সমস্ত শ্রমিকদের কথা ভেবে e-shram Portal লঞ্চ করেছে।

এই পোর্টালে ইতিমধ্যে ২ কোটিরও বেশি শ্রমিক এবং কর্মচারী রেজিস্ট্রেশন করেছে। বিভিন্ন পরিষেবা কেন্দ্রগুলিতে এই মুহূর্তে এই e-Shram Card বানানোর কাজ চলছে। কিন্তু সেখানে এত ভিড় হচ্ছে তাতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি অনেক ক্ষেত্রে ওয়েবসাইটও বন্ধ হয়ে যাচ্ছে। যদি আপনিও এই সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই এই প্রতিবেদন আপনার জন্যে।

কারণ এই পদ্ধিতিতে খুব সহজেই ই-শ্রম কার্ড বানানো যাচ্ছে।

 এভাবে একবার চেষ্টা করুন!

এভাবে একবার চেষ্টা করুন!

e-Shram Card বানানোর জন্যে একবার পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। আর সেই কারনে আপনাকে রাত ১২ টা থেকে সকালের মধ্যে e-shram Portal খুলতে হবে। এই কাজ আপনি ঘরে বসে ল্যাপটোপ কিংবা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তবে সবথেকে আগে আপনাকে e-shram Portal- https://www.eshram.gov.in/ - খুলতে হবে। আর সেখানে বিস্তারিত তথ্য জানিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই কারনের জন্যে প্রথমেই আধার নম্বর দিতে হবে। আর সেই নম্বর দেওয়ার পরেই সমস্ত পোর্টালের মাধ্যমে আপনার সামনে খুলে যাবে। আর এরপরেই ব্যাঙ্কের তথ্য দিতে হবে। দিতে হবে মোবাইল নম্বরও। এছাড়াও আরও বেশ কিছু তিথ্য দিতে হবে।

১২ অঙ্কের ইউনিক নম্বর পাওয়া যাবে

১২ অঙ্কের ইউনিক নম্বর পাওয়া যাবে

কেন্দ্রীয় শ্রম এবং রোজগার মন্ত্রক অসংগঠিত ক্ষেত্রে প্রায় ৩৮ কোটি শ্রমিকদের জন্যে ১২ অঙ্কের UAN নম্বর এবং e-Shram Card দেওয়া হয়েছে। যা কিনা পুরো দেশেই কাজ হবে। এই e-Shram Card -এর মাধ্যমে অসংগঠিত শ্রেনির শ্রমিকদের নয়া পরিচয় তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে আগামিদিনে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপকারী হবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। এই পোর্টালে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, migrant labor এবং হকাররাও এই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে।

e-Shram Card এর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য-

e-Shram Card এর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য-

দেশের অসংগঠিত শ্রমিকদের এক ছাতার তলাতে আনার জন্যেই এই e-shram Portal তৈরি করা হয়েছে।

এই পোর্টালের মাধ্যমে দেশের সমস্ত শ্রমিক শ্রেনীর তথ্য রেকর্ড হিসাবে রেকর্ড হিসাবে রাখা হবে

এর মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনার ( PM Shram Yogi Maandhan Yojana) লাভ পাওয়া যাবে

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার লাভও এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
প্রধাণমন্ত্রী জীবন জ্যোতি বিমা জ্যোতি যোজনার মাধ্যমেও শ্রমিকরা উপকৃত হবেন

খুব খারাপ এবং কঠিন সময়ে শ্রমিকরা বিভিন্ন সরকারের সুবিধা পাবেন।
e-shram Portal এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে ২৫ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যাবে।

দুরঘটনা বিমার এক বছর পর্যন্ত প্রিমিয়াম সরকার দিতে দেবে।
রেজিস্টার শ্রমিকের মৃত্যু হয়ে গেলে পিরিবারকে ডু লাখ টাকা প্রজন্ত দেওয়া হবে।

শারীরিক ভাবে অক্ষম মানুষদের এক লাখ টাকা সাহায্য করা হবে।
অন্য রাজ্যে কাজ পাওয়ার ক্ষেত্রে এই কার্ড কাজে আসবে।
শুধু তাই নয়, শ্রমিকদের সম্প্রদায়ের জন্যে নতুন এক পরিচয় সামনে আসবে।

English summary
How to make e-Shram Card? One can get facility of 25 lakhs by registering e-shram Portal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X