For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

EPFO: বেশি পেনশন পাওয়া যেতে পারে ইপিএফও থেকে! একনজরে যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও আবেদনের প্রক্রিয়া

ইপিএফও থেকে বেশি পেনশন পাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে ইপিএফও-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে বেশি পেনশন পাওয়ার মানদণ্ড প্রকাশ করা হয়েছে। সেখানে শর্তাবলীর সঙ্গে অনলাইন আবেদনের নির্দেশাবলীও প্রকাশ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ইপিএফও থেকে বেশি পেনশন পাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে ইপিএফও-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে বেশি পেনশন পাওয়ার মানদণ্ড প্রকাশ করা হয়েছে। সেখানে শর্তাবলীর সঙ্গে অনলাইন আবেদনের নির্দেশাবলীও প্রকাশ করা হয়েছে।

আট সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে

আট সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে

ইপিএফও-র তরফে জানানো হয়েছে, আট সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে হবে সংস্থার আধিকারিকদের। ইপিএফও-র তরফে কর্মচারীদের বেশি পেনশনের পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় যোগ্য হওয়ার মানদণ্ডও জানানো হয়েছে।

বেশি পেনশন পাওয়ার মানদণ্ড কী?

বেশি পেনশন পাওয়ার মানদণ্ড কী?

  • সদস্যরা, যাঁরা ইপিএস-৯৫-এর সদস্য থাকার সময় কর্মচারী পেনশন স্কিমের অধীনে প্রি-অ্যামেন্ডমেন্ট স্কিমে যৌথ বিকল্প ব্যবহার করেছেন।
  • যাঁরা এই বিকল্প ব্যবহার করেছিলেন ইপিএফও তাদের প্রত্যাখ্যান করেছিল।
  • যদি পিএফ অ্যাকাউন্টের ট্রান্সফারের প্রমাণ থাকে, আর ৫ হাজার বা ৬৫০০ টাকার স্ট্যান্ডার্ড স্যালারি সিলিংয়ের ওপরে যজি বেশি বেতন থাকে।
  • এপিএফসি কিংবা ইপিএফও-র কোনও ঊর্ধ্বতন আধিকারিকের কাছ থেকে অনুরোধ কিংবা অর্থপ্রদানের লিখিত প্রত্যাখ্যান থাকে।
কী কী কাগজ লাগবে

কী কী কাগজ লাগবে

আবেদনকারী ইপিএফ সদস্যকে অবশ্যই আঞ্চলিক ইপিএফও অফিসে যেতে হবে। সেখানে গিয়ে প্রয়োজনীয় আবেদনপত্র এবং সহায়ক কাগজপত্র জমা দিতে হবে। কমিশনারের দেওয়া ফর্মাট অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সরকারি বিজ্ঞপ্তিটিও দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটু চুক্তিপত্রও দিতে হবে সেই পেনশনারকে। সাধারণভাবে এক্সজেম্পটেড প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট থেকে ইপিএফও পেনশন ফান্ডে তহবিল হস্তান্তরের জন্য চুক্তিপত্রের প্রয়োজন হয়।

আবেদনপত্র জমার প্রক্রিয়া

আবেদনপত্র জমার প্রক্রিয়া

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, আঞ্চলিক পিএফ কমিশনার, যিনি পদাধিকার বলে ইপিএফও কর্তৃপক্ষও বটে, তিনি পরীক্ষা করে দেখবেন, যোগ্য ব্যক্তিই তা জমা দিয়েছেন কিনা। প্রতিটি আবেদন নথিভুক্ত করে ডিজিটারি টলহ করতে হবে। আবেদনকারীকে নম্বর-সহ রসিদ দিতে হবে। আবেদনপত্রটি নিয়োগকর্তার লগইনে পাঠাতে হবে, সেখান থেকে ই-স্বাক্ষর নিতে হবে। প্রতিটি আবেদনকেই ইফাইলে পরিণত করতে হবে।
এরপর ডিলিং অ্যাসিস্ট্যান্ট আবেদনের নথি পরীক্ষা করে দেখবেন। তারপর তিনি তা সেকশন সুপারভাইজার কিংবা অ্যাকাউন্ট অফিসারের কাছে পাঠাবেন। যদি কোনও অসঙ্গতি থাকে তাহলে সেকশন সুপারভাইজার কিংবা অ্যাকাউন্ট অফিসার তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করবেন। এখানে প্রতিটি বেশি বেতনের পেনশন কেস দায়িত্বপ্রাপ্ত অফিসারকে পরীক্ষা করে দেখতে হবে। তিনিই আবেদনকারীকে ইমেল, এসএমএস কিংবা চিঠির মাধ্যমে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন।

Weather Update: শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারত, চুরুর তাপমাত্রা নামল শূন্যের নিচেWeather Update: শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারত, চুরুর তাপমাত্রা নামল শূন্যের নিচে

English summary
How to get more pension from EPFO, eligibility, required documents and application process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X