For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো আয়কর রিটার্ন ফাইল ডাউনলোড করবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়

পুরনো আয়কর রিটার্ন ফাইল ডাউনলোড করবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে আযকর সংক্রান্ত জটিলতা। এদিকে আয়কর সংক্রান্ত আইনি জটিলতার হাত থেকে বাঁচার সহজ উপায় আয়কর ফাইল করা। আইন মোতাবেক, ন্যূনতম কর স্তরের উপরে আয় হলে সেক্ষেত্রে 'রিটার্ন' ফাইল করতে হয় এবং ৫ লক্ষ টাকার অধিক আয়ের ক্ষেত্রে অনলাইনেই 'রিটার্ন' ফাইল করা যায়। আয় এবং সময়ে কর জমা দেওয়ার মূল প্রমাণ হল এই আয়কর রিটার্ন (আইটিআর) ফাইল।


কোথায় দরকার আইটিআর?

কোথায় দরকার আইটিআর?

ব্যাঙ্ক আধিকারিকদের মতে, ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্রাহকের ক্ষমতা ও আর্থিক রেকর্ড সম্পর্কে জানার প্রধান উপায় হিসেবে ব্যবহৃত হয় পূর্ববর্তী আইটিআর ফাইল। জানা যাচ্ছে, প্রতি বছরই গড়পড়তা বহু নাগরিক আইটিআর ফাইল করার সময়ে নানা জটিলতায় পড়েন। এক্ষেত্রে সমস্যা এড়ানোর লক্ষ্যে আগের আইটিআরে চোখ বুলিয়ে নিতে চান অনেকেই।

আগের বছরের আইটিআর ডাউনলোডের পন্থা কী?

আগের বছরের আইটিআর ডাউনলোডের পন্থা কী?

পূর্ববর্তী বছরের আইটিআর ডাউনলোড করার ক্ষেত্রে নানা উপায় হাজির করে আয়কর দফতর। আইটিআর ভি, এক্সএমএল তথ্য এবং পিডিএফ-এর আকারে এই ফর্ম ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা। ডাউনলোড করার ক্ষেত্রে গ্রাহকদের এই পোর্টালে গিয়ে প্যান কার্ড নংয়ের মাধ্যমে লগ ইন করতে হবে : https://www.incometax.gov.in/iec/foportal/ । এরপর 'মাই অ্যাকাউন্ট'-এ ক্লিক করতে হবে।

 পরবর্তী ধাপগুলি জেনে নিন একনজরে

পরবর্তী ধাপগুলি জেনে নিন একনজরে

'মাই অ্যাকাউন্ট'-এ ক্লিক করার পর সঠিক ফরম্যাট বেছে নিতে হবে গ্রাহককে। প্রয়োজনীয় অ্যাকনলেজমেন্ট নম্বর বেছে নিয়ে নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন গ্রাহক। এরপর ডাউনলোড করা নির্দিষ্ট ফাইলটি খুলতে গেলে পাসওয়ার্ড লিখতে হবে গ্রাহককে। নির্দিষ্ট পাসওয়ার্ড হিসেবে এক্ষেত্রে গ্রাহককে প্যান নম্বরের পর নিজের জন্ম তারিখ বসাতে হবে।

 কেন দরকার পূর্বের আইটিআর ফাইল?

কেন দরকার পূর্বের আইটিআর ফাইল?

শেয়ার বাজার সহ অন্যান্য তহবিল ও মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে প্রাথমিক শর্তই হল পূর্ববর্তী আইটিআর ফাইল দেখানো। গ্রাহকের 'ট্র্যাক রেকর্ড' নির্ধারণ করে এই আইটিআর। পাশাপাশি গৃহ ঋণ সহ অন্যান্য বেশ কিছু লোনের ক্ষেত্রে দরকার হয় এই আইটিআরের। আয়কর দফতরের কোনও তদন্তের সম্মুখীন হলে আইটিআর ফাইলকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন নাগরিকরা।

English summary
Learn the easy way to download old income tax return file
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X