For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইপিএফের ব্যালেন্স জানার সবচেয়ে সহজ উপায় একনজরে দেখেনিন

ইপিএফের ব্যালেন্স জানাস সবচেয়ে সহজ উপায় একনজরে দেখেনিন

  • |
Google Oneindia Bengali News

একজন কর্মরত মানুষের জীবনে ইপিএফ বা এম্প্লই প্রভিডেন্ট ফান্ড একটি বড় বিষয়। গোটা জীবনের সঞ্চয়ের একটা অংশ এখানে জমা হয়। প্রতি মাসেই কর্মী ও তাঁক কর্মসংস্থান দেওয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা শতাংশের সমান হারে টাকা এই ফান্ডে যায়। বেশ কয়েকটি ক্ষেত্রে এই ইপিএফ থেকে টাকা তোলা যায়। তবে ইপিএফে কত টাকা জমল, তা জানতে রয়েছে বেশ কিছু সহজ উপায়।

 কোন কোন ক্ষোত্রে ইপিএফ থেকে টাকা তোলা যায়?

কোন কোন ক্ষোত্রে ইপিএফ থেকে টাকা তোলা যায়?

নিয়ম অনুযায়ী, সন্তানের বিয়ে , উচ্চ শিক্ষা, গৃহঋণ দান, চিকিৎসা সংক্রান্ত সমস্যা, বাড়িঘর সারাইয়ের কাজ এমন বহু ক্ষেত্রে নিজের ইপিএফের টাকা তুলে নেওয়া যায়। তবে ইপিএফে আপনার কতটাকা রয়েছে , তা জানতে হবে আগে। সেই অনুযায়ী করা যেতে পারে টাকা তোলার অংশের প্ল্যান।

 কীভাবে এসএমএস-র মাধ্যমে ব্যালেন্স জানবেন?

কীভাবে এসএমএস-র মাধ্যমে ব্যালেন্স জানবেন?

যদি ইউএএন আর কেওয়াইসি আপনার সংযুক্ত থাকে, তাহলে একটি এসএমএসের মাধ্যমে পিএফ ব্যালেন্স জানা সহজ. এজন্য টেক্স মেসেজ অপশানে গিয়ে EPFOHO UAN ENG
টাইপ করুন। তারপর সেই নম্বর পাঠিয়ে দিন 7738299899 তে। এখানে কোন ভাষায় লবিখতে চান তারও অপশান রয়েছে।

মিসড কল দিয়ে কীভাবে জানবেন?

মিসড কল দিয়ে কীভাবে জানবেন?

জানা যাচ্ছে, টোল ফ্রি ফোন নম্বর 011-22901406তে মিসড কল দিলেও জানা যাবে ইপিএফে থাকা টাকার পরিমাণ। এরপরই আপনার মোবাইলে আসবে একটি এসএমএস। সেখানেই আপার প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় তথ্য মিলবে।

তবে রয়েছে একটি শর্ত

তবে রয়েছে একটি শর্ত

মূলত, যে ফোন থেকে মিসড কল দিচ্ছেন,সেই ফোন নম্বরটি সংযুক্ত থাকতে হবে ইপিএফে দায়ের করা নথির মধ্যে। অর্থাৎ কেওয়াইসিতে যে ফোন নম্বর আপনি দিয়েছেন, সেই ফোন নম্বরেই আসবে, যাবতীয় তথ্য।

English summary
How to Check EPF Balance instantly through missed calls and SMS , know the process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X