For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার কার্ডে ছবি পরিবর্তন করার সহজ পন্থা একনজরে

Google Oneindia Bengali News

আধার কার্ডের (Aadhaar Card) ছবি ঘিরে অনেকেরই বহু অস্বস্তি রয়েছে। দেশের উইনিক নম্বর সম্পন্ন এই কার্ডের ছবি নিয়েও রয়েছে বহু ধরনের অভিযোগ। অনেকেরই এই ছবি মনের মতো পছন্দসই হয়নি। ফলে এই ছবি পরিবর্তন করতে অনেকেই ইচ্ছুক। তবে ফের একবার এই ছবি বদলের জন্য কোনও কেন্দ্রে গিয়ে সেখানে লাইনে দাঁড়ানোর ঝক্কির কথা ভাবলেই অনেকের গায়েই জ্বর আসে! এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক সহজেই কীভাবে আধার কার্ডের ছবির পরিবর্তন করা যায়।

 ছবি পরিবর্তনের জন্য নিয়ম

ছবি পরিবর্তনের জন্য নিয়ম

ইউআইডিএআই অনুযায়ী, কোনও আধার কার্ড গ্রাহক যদি নিজের ছবি পরিবর্তন করতে চান কার্ডে, তাহলে সেই কার্ড হোল্ডার নিজের বাড়ির কাছের আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে ছবি পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এরপর থেকে শুরু হবে প্রক্রিয়া।

 আধারে ছবি পরিবর্তনের জন্য কত টাকা খরচ হবে?

আধারে ছবি পরিবর্তনের জন্য কত টাকা খরচ হবে?

আধার কার্ডে ছবি পরিবর্তনের জন্য ২৫ টাকা চার্জ হিসাবে দিতে হবে। সঙ্গে সংযুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। এই টাকা দেওয়ার পরই আধার কার্ডে পাল্টে যাবে ছবি। পুরনো ছবি সরিয়ে আসবে আপনার পছন্দসই নিজের ছবি। এই ঘটনার প্রেক্ষিতে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ ওই ব্যক্তির কাছে আসবে।

অনলাইনে কীভাবে সহজে পরিবর্তন করা যাবে ছবি?

অনলাইনে কীভাবে সহজে পরিবর্তন করা যাবে ছবি?

তবে কোনও আধার কেন্দ্রে যাওয়া ছাড়াই বাড়ি বসে ছবি পরিবর্তন করে নেওয়া যেতে পারে অনলাইনে। এরজন্য uidai.gov.in সাইটে যেতে হবে। সেখান থেকে ডাউনলোড করতে হবে আধার এনরোলমেন্ট ফর্ম।

 এর পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ?

এর পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ?

এনরোলমেন্ট ফর্মটি আগে পূর্ণ করতে হবে। এরপর তা একজন আধার প্রতিনিধির কাছে জমা করতে হবে। ঘরের কাছের আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েই তা করা যাবে। এরপর ওই কেন্দ্রে আপনাকে নিজের বায়োমেট্রিক ডেটা দিতে হবে আধার এনরেলমেন্ট প্রতিনিধিকে। তিনি এরপরই আপনার ছব তুলে নেবেন।

English summary
How to Change your Photograph In Aadhaar Card Online, know procedure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X