For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগাস্টের প্রথম লক্ষ্মীবারে ধরাশায়ী শেয়ার বাজার! কেন ৫ মাসের সবচেয়ে খারাপ হাল সেনসেক্স , নিফটি-র

১ দিনের মাথায় ১ শতাংশের বেশি নেমেছে সেনসেক্সের পয়েন্ট। এই তথ্য বুধ ও বৃহস্পতিবারের নিরিখে। তবে অগাস্টের প্রথম সপ্তাহের লক্ষ্মীবারেও খুব একটা সুখের মুখ দেখল না শেয়ার বাজার।

  • |
Google Oneindia Bengali News

১ দিনের মাথায় ১ শতাংশের বেশি নেমেছে সেনসেক্সের পয়েন্ট। এই তথ্য বুধ ও বৃহস্পতিবারের নিরিখে। তবে অগাস্টের প্রথম সপ্তাহের লক্ষ্মীবারেও খুব একটা সুখের মুখ দেখল না শেয়ার বাজার। গত ৫ মাস ধরে এমনই ধরাশায়ী হাল শেয়ার বাজারের। মার্চ মাসের ৫ তারিখ থেকে ধরেল এদিনই প্রথমবার ৭৮৭ পয়েন্ট নিচে গিয়ে এদিন সেনসেক্স দাঁড়িয়েছে ৩৭ হাজারে। এনএসই নিফটি কমেছে ৫০ ইনডেক্স। একনজরে দেখে নেওয়া যাক, কেন এমন হল।

মার্কেটের অবস্থা কেমন?

মার্কেটের অবস্থা কেমন?

সেনসেক্স এদিন ৪৬৮ পয়েন্ট কমে গিয়ে ১.২৩ শতাংশ কমে তা ২৭ হাজারের কিথু কাছাকাছি শেষ হয়েছে। এনএসই নিফটি ৫০ ইনডেক্স কমে গিয়েছে । যা শতাংশের বিচারে ১.২৪ কম । পয়েন্টে দেখা গেলে ১০৫ পয়েন্ট কমে গিয়েছে এনএসই নিফটি।

বেদান্ত থেকে জি এন্টারটোনমেন্টের পতন মার্কেটে!

বেদান্ত থেকে জি এন্টারটোনমেন্টের পতন মার্কেটে!

এদিনের মার্কেটে সবচেয়ে বড় ব্যর্থতার সম্মুখীন হয়েছে জি এন্টারটেনমেন্ট, জিএসডাব্লু স্টিল, বেদান্ত , টাটা মোটর্স, ভারতী এয়ারটেল, হিন্দালকো, ইন্ডিয়া বুলস হাউসিং এর মার্কেটের হাল সবচেয়ে খারাপ। এদিন, শেয়ার মার্কেটে রীতিমতো এই সমস্ত নামী সংস্থার নিফটি পড়ে যাওয়াতে সবচেয়ে বড় ব্যর্থতার মুখোমুখি হয়। অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মারুতি, উইপ্রো , নিজেকে পোক্ত জায়গায় রাখতে পেরেছে।

শেয়ারের পতন

শেয়ারের পতন

লক্ষ্মীবার বৃহস্পতিবারেই ২০১৯ সালের অগাস্ট মাস দেখল এক চরম পতন। এই দিন সম্পূর্ণ নেগেটিভ ছিল শেয়ার বাজার। ১,১৮৭ টি শেয়ার কমতির দিকে দৌড়েছে।

জুলাইয়ের প্রভাব অগাস্টের প্রথম দিনে

জুলাইয়ের প্রভাব অগাস্টের প্রথম দিনে

গোটা জুলাই মাস ধরে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেখা গিয়েছে ব্যাপক পতন। বিদেশী বিনিয়োগ কারীরা প্রায় ১২,৪১৮.৭৩ কোটি টাকা মূল্যে শেয়ার বিক্রি করে দিয়েছে। যার প্রভাব অগাস্টের প্রথম দিনেই পড়েছে।

[আরও পড়ুন:একেবারে শেষ লগ্নে সামান্য হলেও ঘুরে দাঁড়াল সেনসেক্স-নিফটি][আরও পড়ুন:একেবারে শেষ লগ্নে সামান্য হলেও ঘুরে দাঁড়াল সেনসেক্স-নিফটি]

[আরও পড়ুন:২০১৮-১৯ আর্থিক বর্ষে রেকর্ড এফডিআই সংগ্রহ ভারতের][আরও পড়ুন:২০১৮-১৯ আর্থিক বর্ষে রেকর্ড এফডিআই সংগ্রহ ভারতের]

[আরও পড়ুন:জুলাই মাস ধরে সেনসেক্সের ধারাবাহিক পতন ১৭ বছরের রেকর্ড][আরও পড়ুন:জুলাই মাস ধরে সেনসেক্সের ধারাবাহিক পতন ১৭ বছরের রেকর্ড]

English summary
The Sensex plunged 463 points or 1.23 per cent to close at 37,018 and the NSE Nifty 50 Index dropped 1.24 per cent or 105 points to shut shop at 10,980.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X