For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর কাজে খুশি অধিকাংশ জনতা, সমীক্ষায় উঠে এল কেন্দ্রের তারিফ

দেশের অধিকাংশ জনতা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রশংসাই করেছে।

  • |
Google Oneindia Bengali News

দেশের অধিকাংশ জনতা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রশংসাই করেছে। ৫৪ শতাংশ মানুষ মোদীর কাজে খুশি বা খুব খুশি। কেন্দ্রের প্রশস্তি শোনা গিয়েছে অধিকাংশ মানুষের মুখে। এমনটাই উঠে আসছে ইন্ডিয়া টুডে-র মুড অব দ্য নেশনস এর সমীক্ষায়।

মুড অব দ্য নেশনস সমীক্ষা

মুড অব দ্য নেশনস সমীক্ষা

ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশনস সমীক্ষায় দেখা যাচ্ছে, ২৩ শতাংশ মানুষ সরকারের কাজে খুশি-অখুশি কোনও ভাবনাই ব্যক্ত করতে পারেননি। তবে ২১ শতাংশ সরকারের কাজে একেবারেই খুশি নয়।

ত্রিশঙ্কু সরকার

ত্রিশঙ্কু সরকার

সমীক্ষায় বলা হয়েছে, এথুনি নির্বাচন হলে মোদী সরকার ২৭২ টি আসনের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না। এনডিএ পেতে পারে মাত্র ২৩৭টি আসন। তবে ইউপিএ যে সরকার গড়বে সেটাও নয়। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

প্রধানমন্ত্রী কে

প্রধানমন্ত্রী কে

প্রধানমন্ত্রিত্বের প্রশ্নে নরেন্দ্র মোদীকেই ভরসা করছেন বেশিরভাগ মানুষ। ৪৪ শতাংশ মানুষ মোদীকে চাইছেন। ৩৪ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধামন্ত্রী চাইছেন।

সবচেয়ে বড় ইস্যু

সবচেয়ে বড় ইস্যু

দেশের সবচেয়ে বড় ইস্যু কি, এই প্রসঙ্গে ৩৭ শতাংশ মানুষ বলছেন বেকারত্বই হল সবচেয়ে বড় সমস্যা। ১৯ শতাংশ মনে করছেন মূল্যবৃদ্ধি ও ১৫ শতাংশ মানুষ দুর্নীতিকে বড় ইস্যু মনে করছেন।

মোদী কেমন

মোদী কেমন

দেশের ৪৪ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়ে খুশি। ২৪ শতাংশ মানুষ গড় নম্বর দিয়েছেন। ২০ শতাংশ মোদীকে নিয়ে খুশি নন।

[আরও পড়ুন: কাজের সুযোগ তৈরিতে মোদীতে ফিরছে আস্থা! জানাচ্ছে মুড অফ দ্য নেশন পোলের সমীক্ষা][আরও পড়ুন: কাজের সুযোগ তৈরিতে মোদীতে ফিরছে আস্থা! জানাচ্ছে মুড অফ দ্য নেশন পোলের সমীক্ষা]

English summary
How satisfied are voters with performance of the Modi govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X