For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাউ'স দ্য জবস', কর্মসংস্থান রিপোর্ট ফাঁস হতেই মোদীকে খোঁচা রাহুলের

সরকারি ফাঁস হওয়া রিপোর্ট বলছে, গত ৪৫ বছরে কর্মসংস্থানের হার এত কম কোনও সরকারের আমলে হয়নি।

  • |
Google Oneindia Bengali News

সরকারি ফাঁস হওয়া রিপোর্ট বলছে, গত ৪৫ বছরে কর্মসংস্থানের হার এত কম কোনও সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এদিন জোর খোঁচা দিয়েছেন কেন্দ্র সরকারকে। রাহুল বলেছেন, বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া কেন্দ্র সরকারের ফাঁস হওয়া রিপোর্টে দেখা যাচ্ছে জাতীয় বিপর্যয় হয়েছে।

হাউস দ্য জবস, কর্মসংস্থান রিপোর্ট ফাঁস হতেই মোদীকে খোঁচা রাহুলের

গত ৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। শুধুমাত্র ২০১৭-১৮ সালেই ৬.৫ কোটি যুবক কাজ হারিয়েছেন। ফলে সময় এসে গিয়েছে মোদীর সরে যাওয়ার। একইসঙ্গে হাউস দ্য জোশ স্লোগানকে ব্যঙ্গ করে তিনি বলেন, হাউস দ্য জবস?

কংগ্রেস নেতা তথা মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা বলেন, বেকারত্ব ৪৫ বছরে শীর্ষ ছুঁয়েছে। সেজন্যই সরকার ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের কর্মসংস্থান নিয়ে রিপোর্টকে আটকে রেখেছে। সেজন্যই এনএসসি-র কর্মকর্তারা পদত্যাগ করেছেন।

English summary
'How's the jobs', Rahul Gandhi asks PM Modi over report on unemployment data
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X