For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত স্বামী নিত্যানন্দ কি ২০১৮ সালেই দেশ ছেড়েছেন! পুলিশের হাতে কোন তথ্য

একাধিক শিশুর অপহরণ থেকে তাদের জোর করে আটকে রাখার মতো অভিযোগ যেমন নিত্যানন্দের বিরুদ্ধে রয়েছে, তেমনই রয়েছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

একাধিক শিশুর অপহরণ থেকে তাদের জোর করে আটকে রাখার মতো অভিযোগ যেমন নিত্যানন্দের বিরুদ্ধে রয়েছে, তেমনই রয়েছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। আর এমন সমস্ত অভিযোগের খাঁড়া মাথায় নিয়ে দেশ ছেড়ে 'পলাতক' স্বঘোষিত গুরু নিত্যানন্দ। একনজরে দেখে নেওয়া যাক, কিভাবে দেশ ছেড়ে নি:শব্দে আমেদাবাদ ছেড়ে পালিয়ে গিয়েছেন নিত্যানন্দ। গুজরাত পুলিসের হাতে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য।

২০১৮ সালেই কি দেশ ছেড়ে দিয়েছিলেন নিত্যানন্দ?

২০১৮ সালেই কি দেশ ছেড়ে দিয়েছিলেন নিত্যানন্দ?

গুজরাত পুলিশের তথ্য বলছে, নিত্যানন্দের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর। যে পাসপোর্ট বেঙ্গালুরু থেকে ইস্যু করা হয়েছিল। আর সেই পাসপোর্ট রিনিউ হয়নি। ফলে, সম্ভাবনা থেকেই যাচ্ছে যে নিত্যানন্দ ২০১৯ সালের আগেই দেশ ছেড়েছেন। প্রসঙ্গত, জানা গিয়েছিল স্বঘোষিত এই ধর্মগুরু গত বৃহস্পতিবার মাঝরাতে দেশ ছেড়েছেন সম্ভবত।

কোথায় রয়েছেন নিত্যানন্দ?

কোথায় রয়েছেন নিত্যানন্দ?

নিত্যানন্দ আপাতত দক্ষিণ আমেরিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। গুজরাত পুলিশের তদন্তকারী দল এমনটাই খবর পেয়েছে।

কোন ধাঁধা জন্ম নিচ্ছে পালানোর রহস্যে?

কোন ধাঁধা জন্ম নিচ্ছে পালানোর রহস্যে?

তিনটি প্রশ্ন এই মুহূর্তে নিত্যানন্দকে ঘিরে তোলপাড় খাচ্ছে। এক, পাসপোর্ট রিনিউ না করানোর জন্যই কি নিত্যানন্দ চটজলদি পালিয়েছেন? দুই, পাসপোর্ট যদি রিনিউ নাই হয়ে থাকে, তাহলে নিত্যানন্দ কিভাবে দেশ ছাড়তে পারলেন? তিন, তাহলে কি পাসপোর্টের মেয়াদ শেষের আগে, অর্থাৎ ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরই দেশ ছাড়লেন নিত্যানন্দ।

গ্রেফতারি এড়াতে কিসের আশ্রয় নেওয়ার আশঙ্কা নিত্যানন্দকে ঘিরে?

গ্রেফতারি এড়াতে কিসের আশ্রয় নেওয়ার আশঙ্কা নিত্যানন্দকে ঘিরে?

গুজরাত পুলিশ বলছে, তাঁরা আন্দাজ করেছিলেন যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেফতারি এড়াতে নিত্যানন্দ নতুন কোনও প্যাঁয়তারার আশ্রয় নেবেন। এর আগেও তিনি এমনটা করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে ২০১৮ সালে কুম্ভমেলায় গিয়েও তিনি একাধিক শিরোনামে উঠে আসেন। সেখানে নিত্যানন্দের 'কুকীর্তি'র জন্য উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে কুম্ভ মেলায় প্রবেশাধিকার দেয়নি।

English summary
How rape accusd Nithyananda escapes India, here is the Shocking details .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X