For Quick Alerts
For Daily Alerts
ইলেকট্রিক তারে পুড়ে গেল গোটা বাস, মৃত ৬! রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনার আগে কী ঘটেছিল
রাত তখন সাড়ে দশটা। গতিবেগ তুলেই যাচ্ছিল বাসটি। ঘটনাস্থল রাজস্থানের জালোর। রাতের অন্ধকারে যে সামনে একটি কাটা ইলেক্ট্রিক তার ঝুলছিল রাস্তায়, তা দেখতে পাননি বাসের চালক। মুহূর্তে দুর্ঘটনা। যার বলি ৬ জন। আহত ১৭।

জালোরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর জানিয়েছেন, রাস্তায় আচমকাই ওই তার এসে পড়ে অগ্নিকাণ্ড ঘটায়। ফলে মুহূর্তে চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হয় ৬ জনের। আহত ১৭ জনকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, হু হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা । মোট ৩০ জন ঘটনায় আক্রান্ত হয়েছেন বলে খবর।
এদিকে, মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজস্থান

কলকাতা : করোনায় মৃতের সার্টিফিকেট নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের
সরকার। জানা গিয়েছে, মন্জোলির জৈন মন্দির থেকে তীর্থ সেরে বাসে ফিরছিলেন যাত্রীরা। সেই সময় রাতে রাস্তা গুলিয়ে ফেলেন টালক। ঢুকে পড়েন এক গলিতে। আর সেখানেই এই বিপজ্জনক ঘটনা ঘটে যায়।