For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী অ্যাপ' আপনার গোপন তথ্য কাদের হাতে কীভাবে দিচ্ছে জানেন কি

নমো অ্যাপ ডাউনলোডকারীদের তথ্য না জানিয়ে মার্কিন সংস্থার হাতে তুলে দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফেসবুক দিয়ে শুরু হয়েছে। তারপর সারা দুনিয়ায় স্যোশাল মিডিয়া বা ইন্টারনেটে তথ্য ফাঁস নিয়ে শোরগোল শুরু হয়েছে। আর কোন কোন সংস্থা তথ্য ফাঁসের তালিকায় রয়েছে তা নিয়ে সুলুকসন্ধান শুরু হয়। তার সন্ধানে নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাপ নিয়ে হইচই শুরু হয়েছে।

মোদী অ্যাপ আপনার গোপন তথ্য কাদের হাতে কীভাবে দিচ্ছে জানেন

এই অ্যাপ ইতিমধ্যে ৫০ লক্ষ মানুষ নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করেছেন। বলা হচ্ছে, নমো অ্যাপ ডাউনলোডকারীদের তথ্য না জানিয়ে মার্কিন সংস্থার হাতে তুলে দিয়েছে।

ফেসবুক-কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নমো অ্যাপ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন। তারপরে এই তথ্য উঠে আসায় সরকার বিপাকে পড়বে তা স্বাভাবিক। যদিও বিজেপির তরফে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। পাল্টা কংগ্রেসের অ্যাপ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিজেপির অভিযোগ, কংগ্রেসের অ্যাপ গ্রাহকের অনুমতি না নিয়ে অন্যের হাতে তুলে দেওয়া হয়।

সাইবার নিরাপত্তা গবেষক বলে পরিচিত ইলিয়ট অ্যান্ডারসন শনিবার একাধিক টুইট করে নরেন্দ্র মোদী অ্যাপের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার বিষয়টি সামনে আনেন। সেখানেই বলা হয়, আমেরিকার কোম্পানির হাতে ইউজারদের তথ্য তুলে দেওয়া হচ্ছে বলে। এর আগে এই ইলিয়টই আধার নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন।

ইলিয়টের অভিযোগ ছিল, নরেন্দ্র মোদীর অ্যাপে সাইন আপ করার সঙ্গে সঙ্গে যাবতীয় তথ্য থার্ড পার্টির কাছে চলে যায়। কেননা থার্ড পার্টি ডোমেনের মালিকানা আমেরিকার একটি সংস্থার হাতে রয়েছে। আমেরিকার এই সংস্থা বিশেষ সাইবার টুল দিয়ে কাজ করে। যা দিয়ে বিশ্ব জুড়ে সাইবার হ্যাকিং চালানো হয়। এখন দেখার এই প্রসঙ্গে কেন্দ্র কী জবাব দেয়।

English summary
The official mobile app of PM Narendra Modi, sent user data to a US-based company without consent, security researchers have found in claims that were verified
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X