For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মদিনে মেজাজে ফিল্ম দেখলেন মোদী! বিশেষ দিনটি প্রধানমন্ত্রী কীভাবে কাটালেন

কাশী বিশ্বনাথ দর্শন থেকে আয়েসে বসে ফিল্ম দেখা, জন্মদিন এভাবেই একাধিক কর্মসূচির মধ্যে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

কাশী বিশ্বনাথ দর্শন থেকে আয়েসে বসে ফিল্ম দেখা, জন্মদিন এভাবেই একাধিক কর্মসূচির মধ্যে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও গুজরাটের গান্ধিনগরে মা হীরাবার সঙ্গেও দেখা করে আসেন নরেন্দ্র মোদী, যা প্রতি বছরের জন্মদিনে তাঁর মেনে চলা পরম্পরার একটি দিক।
দেখে নেওয়া যাক আর কোন কোন কর্মসূচির মধ্যে তিনি দনিটি কাটিয়েছেন।

কাশী বিশ্বনাথে পূজা

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তিনি জন্মদিনের দিন পৌঁছে যান বারাণসীর কাশী বিশ্বনাথ দর্শনে। সেখানে পূজা অর্পণ করেন তিনি।

বারাণসীর এক রেলস্টেশনে মোদী

এরপর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যান মন্দুয়াদি রেলস্টেশনে পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানে সরকারী কর্মসূচিতে অংশ গ্রহণ করেন তিনি।

মোদীকে দেখে জনতার উচ্ছ্বাস

রেলস্টেশনে প্রধানমন্ত্রীকে সামনে থেকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকায় তাঁর প্রতি জনতার এই উচ্ছ্বাস নিঃসন্দেহে প্রাসঙ্গিক ছিল এদিন।

পড়ুয়াদের সঙ্গে আলোচনা

নরেন্দ্র মোদী এদিন বারাণসীতে পড়ুয়াদের সঙ্গে সময় কাটান। পৌঁছে যান সেখানের নারনুর গ্রামে। এছাড়াও তিনি এদিন 'চলো জিতে হ্যায়' ফিল্মটি দেখেন স্কুল পড়ুয়াদের সঙ্গে। এই উল্লেখ্য, ছবিটি মোদীর জীবনকে কেন্দ্র করে নির্মিত।

[আরও পড়ুন:'ঘরছাড়া' নেতার পছন্দ শাসক দল! জানালেন 'বাধা'র নানা কথা][আরও পড়ুন:'ঘরছাড়া' নেতার পছন্দ শাসক দল! জানালেন 'বাধা'র নানা কথা]

৫৬৮ কেজির লাড্ডু

এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ৫৬৮ কেজির লাড্ডু উপহার দেন মুখতার আব্বাস নাকভি। নয়াদিল্লিতে 'স্বচ্ছতা দিবস ' উপলক্ষ্য়ে এই লাড্ডু উপহার দেওয়া হয়।

[আরও পড়ুন: চাই অর্থনীতিতে গতি! নতুন সিদ্ধান্ত মোদী সরকারের][আরও পড়ুন: চাই অর্থনীতিতে গতি! নতুন সিদ্ধান্ত মোদী সরকারের]

English summary
Narendra Modi will celebrate his 68th birthday in his parliamentary constituency of Varanasi. The preparations for his visit are currently underway in the town. The prime minister will spend the day with children of a primary school aided by a non-profit organisation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X