For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ঘণ্টায় নিজের অজান্তেই কতবার মুখে হাত দেন জানেন? জানুন কী বলছে সমীক্ষা

হাত, নাক, মুখ এই তিনটি জিনিস দিয়েই করোনা সংক্রমণ বেশি ছড়ায়। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এখানেই উদ্বেগ বেশি।

Google Oneindia Bengali News

হাত, নাক, মুখ এই তিনটি জিনিস দিয়েই করোনা সংক্রমণ বেশি ছড়ায়। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এখানেই উদ্বেগ বেশি। কারণ সমীক্ষা বলছে ঘণ্টায় ২৩ বার আমরা মুখে হাত দিই। সেকথা মাথায় রেখেই ২০ মিনিট অন্তর হাত ধোয়াক কথা বলেছেন চিকিৎসকরা। তাহলে কিছুটা হলেও করোনা সংক্রমণ রোধ করা যাবে। এবং মুখে মাস্ক পরার কথা বলা হচ্ছে ওই এক কারণেই।

ঘণ্টায় ২৩ বার মুখে হাত

ঘণ্টায় ২৩ বার মুখে হাত

অস্ট্রেলিয়ার এক মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন ঘণ্টায় ২৩ বার মানুষ স্বভাব বশত নিজের মুখে হাত দিয়ে থাকেন। অর্থাৎ চোখ, গাল, ঠোঁট, নাক, কান, কপাল সব মিলে ২৩ বার মুখে হাত দেওয়া হয়েছে। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২০ মিনিট অন্তর হাত ধোয়া করতা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কাজেই শুধু হাত ধুলেই হবে না। মুখ মাস্ক দিয়ে ঠেকে রাখতে তবে একটু সুরক্ষিত রাখা যাবে নিজেকে।

 অফিসে মুখে হাত দেওয়া কম হল

অফিসে মুখে হাত দেওয়া কম হল

সমীক্ষায় দেখা গিয়েছে মানুষ যখন নিজের কর্মক্ষেত্রে থাকেন। অর্থাৎ অফিসে থাকেন তখন অপেক্ষাকৃত কমবার মুখে হাত দেন। ঘণ্টায় ১৬ বার মুখে হাত দেন তাঁরা। কিন্তু লকডাউনে অফিস বন্ধ। বাড়িতেই সারাদিন থাকছেন সকলে। এই পরিস্থিতিতে মুখে হাত দেওয়ার প্রবণতা বাড়বে। কারণে অকারণে সকলেই মুখে হাত দেবেন।

 চিকিৎসকরাও এই অভ্যাসের বশবর্তী

চিকিৎসকরাও এই অভ্যাসের বশবর্তী

সমীক্ষকরা জানিয়েছেন শুধু সাধারণ মানুষ নন চিকিৎসকরাও মুখে হাত দেওয়ার অভ্যাসের বশবর্তী। তাঁরা ঘণ্টায় ১৯ বার মুখে হাত দিয়ে থাকেন। তবে একটাই বিষয় নিজেদের সুরক্ষার দিকটা তাঁরা বেশি করে জানেন। সেকারণেই বারবার হাত ধোয়ার অভ্যাসটা তাঁদের আছে। যেটা সাধারণ মানুষের নেই।

English summary
How many times we touch our face an hour and how to prevent that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X