For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় এগিয়ে কে! কত আসন পাবে বিজেপি বা কংগ্রেস, সমীক্ষা রিপোর্ট

লোকসভা ভোটে জোট হলে কী হবে রেজাল্ট? সংখ্যাগরিষ্ঠতা কি পাবে জোট? এনডিএ কোথায় থামবে? নাকি সব জোট জল্পনা উড়িয়ে আবারও ড্যাংডেঙিয়ে জিতে যাবে এনডিএ-ই?

Google Oneindia Bengali News

লোকসভা ভোটে জোট হলে কী হবে রেজাল্ট? সংখ্যাগরিষ্ঠতা কি পাবে জোট? এনডিএ কোথায় থামবে? নাকি সব জোট জল্পনা উড়িয়ে আবারও ড্যাংডেঙিয়ে জিতে যাবে এনডিএ-ই? চূড়ান্ত যুদ্ধ শুরুর আগে এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে এক বেসরকারি সংবাদমাধ্যমের সমীক্ষা স্পষ্ট ইঙ্গিত দিল কী হতে চলেছে এবার।

সমীক্ষায় এগিয়ে বিজেপি

সমীক্ষায় এগিয়ে বিজেপি

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক সমীক্ষায় জানানো হয়েছে, জোট হলেও সর্ববৃহৎ দল হবে বিজেপি। এনডিএই এগিয়ে থাকবে আসন সংখ্যার নিরিখে। তবে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ম্যাজিক ফিগারের একটু আগে থেমে যাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

বিজেপির দখলে কত আসন

বিজেপির দখলে কত আসন

৫৪৩ আসনের ভোটযুদ্ধে এনডিএ পাবে ২৬৪টি আসন। লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ম্যাজিক ফিগারের থেকে ৮টি আসন কম পাবে এনডিও। অর্থাৎ সরকার গড়তে হলে একটু কাঠখড় পোড়াতে হবে বিজেপিকে।

কংগ্রেস কোথায় থামবে

কংগ্রেস কোথায় থামবে

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১৬৫টি আসন। বাকিদের ঝুলিতে যাবে ১১৪টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ আর অন্যান্যরা সর্বসম্মতভাবে মিলিত হলেই একমাত্র আটকাতে পারবে বিজেপি তথা এনডিএ-কে। তারপরও অবশ্য ঝুঁকি থেকেই যাবে।

মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ

মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ

এই সমীক্ষা রিপোর্টে ইঙ্গিত মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট পেতে পারে ৪৮টির মধ্যে ৩০টি আসন। একইসঙ্গে সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজা জোট হলেও বিজেপির দখলে যাবে অন্তত ৫০টি আসন। আর সপা-বসপা পেতে পারে ২৫টি আসন।

English summary
How many seats will BJP and Congress occupy in Lok Sabha Election 2019. The Survey report shows NDA stop 8 seats away from magic figure.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X