For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ রাজ্যে কোথায় কত ভোট পড়ল 'নোটা'-য়, পরিসংখ্যান একনজরে

পাঁচ রাজ্যে কোথায় কত ভোট নোটায় পড়ল তা জেনে নিন একনজরে।

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল এদিন। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিজেপি সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। তেলাঙ্গানায় ফের একবার তখতে বসতে চলেছেন কে চন্দ্রশেখর রাও। আর মিজোরামে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। তবে এই পাঁচ রাজ্যে কোথায় কত ভোট নোটায় পড়ল তা জেনে নিন একনজরে।

ছত্তিশগড়

ছত্তিশগড়

ছত্তিশগড়ে সর্বশেষ গণনা পর্যন্ত নোটায় ভোট পড়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৮৩৮টি। যা মোট ভোটের ২.২ শতাংশ। এরাজ্যে কংগ্রেস ৪৩ শতাংশ ও বিজেপি ৩৩ শতাংশ ভোট পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কংগ্রেস সরকার গঠন করতে চলেছে।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশে নোটায় ভোট পড়েছে ৩ লক্ষ ৪৮ হাজার ৯৩৩টি। তা মোট ভোটের ১.৫ শতাংশ। এই রাজ্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুই দলই ৪১ শতাংশের বেশি ভোট পেয়েছে। তুল্যমূল্য লড়াই হলেও কংগ্রেস এগিয়ে রয়েছে।

মিজোরাম

মিজোরাম

মিজোরামে নোটায় ভোট পড়েছে খুব কম। মাত্র ২৯১৭টি। শতাংশের বিচারে ০.৫ শতাংশ। এই রাজ্যে সবচেয়ে বড় দল হিসাবে উঠে এসেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। ৩৭ শতাংশের বেশি ভোট পেয়েছে। কংগ্রেস পেয়েছে ৩০ শতাংশের বেশি ভোট। এরাজ্যে বিজেপি পেয়েছে ৮ শতাংশ ভোট। সরকার গড়ছে এমএনএফ।

রাজস্থান

রাজস্থান

রাজস্থানে নোটায় ভোট পড়েছে ১.৩ শতাংশ। মোট ভোট ৪ লক্ষ ১৮ হাজার ২৮টি। এছাড়া এরাজ্যে কংগ্রেস ৩৯ শতাংশ ও বিজেপি ৩৮ শতাংশের বেশি ভোট পেয়েছে। বিএসপি পেয়েছে ৪.১ শতাংশ ভোট।

তেলাঙ্গানা

তেলাঙ্গানা

তেলাঙ্গানায় নোটায় ভোট পড়েছে ১.১ শতাংশ। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯৮ হাজার ৭২৩টি। এই রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিআরএস সরকার গড়তে চলেছে। পেয়েছে ৪৭ শতাংশের বেশি ভোট। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ২৮ শতাংশের বেশি ভোট।

English summary
How many people voted in NOTA in 5 state assembly polls, see in details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X