For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে হামলায় মোট ক'টা বোমা ফেলে ক'জন জঙ্গিকে মেরেছে বায়ুসেনা, উঠে আসছে কোন তথ্য

বালাকোটে জইশের প্রশিক্ষণ শিবির ও জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে বড় হামলা চালিয়েছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

বালাকোটে জইশের প্রশিক্ষণ শিবির ও জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে বড় হামলা চালিয়েছে ভারত। ভোর রাতে মিরাজ ২০০০ বিমান দিয়ে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। ১২টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়। ১৯৭১ সালের পর এই প্রথমবার ভারত পাক সীমান্তের একেবারে ভিতরে ঢুকে হামলা চালাল।

পাক হামলায় মোট কটা বোমা ফেলে কজন জঙ্গিকে মেরেছে বায়ুসেনা, উঠে আসছে কোন তথ্য

এই হামলায় অন্তত ৩০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ভারত সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে এতজনের মধ্যে সাধারণ জঙ্গি থেকে শুরু করে প্রশিক্ষক, কম্যান্ডার সকলেই ছিল। এছাড়া মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার সহ তাবড় জঙ্গিরা। এই হামলায় মাসুদ আজহারের ভাই মৌলানা তলহা সইফও মারা গিয়েছে।

বায়ুসেনা সূত্রে খবর, মোট ৬টি বোমা ফেলা হয়। তার ওজন ছিল ১ হাজার কিলোগ্রাম। মিরাজ বিমানে করে তা নিয়ে গিয়ে জঙ্গি ঘাঁটিতে ফেলা হয়। মোট তিনটি জায়গা টার্গেট করা হয়েছিল - চিকোটি, মুজফফরাবাদ ও বালকোট।

এদিনের হামলার আগে ভারতের কাছে খবর আসে, জইশ জঙ্গিরা ফের একবার ভারতে আত্মঘাতী ও ফিঁদায়ে হামলা চালানোর চেষ্টা করছে। যার ফলে এই হামলা চালানো অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। তারপরই এদিন সকালে খবর আসে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। বহু জঙ্গির মৃত্যু হয়েছে।

পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করেছে। আবার পাল্টা ভারতকে আক্রমণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। যদিও ভারত কীভাবে পাকিস্তানে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক দুনিয়ার সামনে প্রকাশ্যে এনেছে।

English summary
How many bombs dropped on Pakistani terrorist camps by the IAF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X