For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে উঠবে বিধি–নিষেধ? ‌জম্মু–কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

কবে উঠবে বিধি–নিষেধ? ‌জম্মু–কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Google Oneindia Bengali News

জম্মু–কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভৎসর্নার মুখে পড়তে হল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রশ্ন করে যে ৩৭০ ধারা বিলোপের পর আর কতদিন জম্মু ও কাশ্মীরে বিধিনিষেধ জারি রাখতে চায়? ‌কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট।

কবে উঠবে বিধি–নিষেধ? ‌জম্মু–কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের


বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার বলেন, '‌আর কতদিন উপত্যকায় বিধি–নিষেধ চলবে?‌ দু’‌মাস তো অতিক্রান্ত। এ বিষয়ে আপনাদের স্পষ্ট কোনও সিদ্ধান্তে আসতে হবে এবং অন্য কোনও উপায় খুঁজে বের করতে হবে।’‌

সুপ্রিম কোর্ট আরও বলে, '‌আপনারা সেখানে নিয়ন্ত্রণ রাখতেই পারেন কিন্তু সেই সিদ্ধান্তও পুর্নবিবেচনা করতে হবে।’‌ উপত্যকার টাল–মাটাল পরিস্থিতি নিয়ে অনেকেই রেহাই চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। শীর্ষ আদালতে পরবর্তী শুনানি হবে ৫ নভেম্বর। জম্মু–কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানান যে ৯৯ শতাংশ বিধি–নিষেধ উঠে গিয়েছে উপত্যকা থেকে এবং বিধিনিষেধ ওঠানোর জন্য প্রত্যেকদিনই এ নিয়ে আলোচনা হয়। ইন্টারনেটের কড়াকড়ির বিষয়েও জিজ্ঞেস করেন বিচারপতি রামানা, আর সুভাষ রেড্ডি ও বিআর গাভাইয়ের বেঞ্চ। এ ব্যাপারে তুষার মেহতা জানান, ইন্টারনেটের সঙ্গে সরাসরি জঙ্গি যোগ রয়েছে, তাই এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

কাশ্মীর টাইমস এক্সিকিউটিভের সম্পাদক অনুরাধা ভাসিন সুপ্রিম কোর্টে উপত্যকার নিষেধাজ্ঞা থেকে কবে রেহাই মিলবে, এ সংক্রান্ত আবেদন করেন। বেআইনি ধরপাকড় চলছে জম্মু–কাশ্মীরে এ সংক্রান্ত অভিযোগ সুপ্রিম কোর্টে জানান শিশু সুরক্ষা কর্মী। প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিল ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয় উপত্যকাকে। একদিকে যেমন মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়, তেমনই মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা, ফারুখ আবদুল্লাদের মতো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের গৃহবন্দি করে ফেলা হয়। ৩৭০ ধারা বাতিল করে জম্মু–কাশ্মীরকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ, দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হয়েছে।

English summary
how long restriction will continue in jammu kasjmir the supreme court questions the center on the situation in vally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X