For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে ৩০৬টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে, জানুন আসল সত্য

মাস দুয়েক আগে কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ও ৩৫এ ধারা তুলে দেয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। জম্মু কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেয়।

  • |
Google Oneindia Bengali News

মাস দুয়েক আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ও ৩৫এ ধারা তুলে দেয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। জম্মু কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেয়। একদিকে জম্মু-কাশ্মীর ও অন্যদিকে লাদাখ। তারপর থেকে কাশ্মীর কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। স্বাভাবিক জীবনযাপন কার্যত স্তব্ধ। তবে জানা গিয়েছে, ধারা বাতিলের পর গত দুই মাসে কাশ্মীরে ৩০৬টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে।

গোপন নথি ফাঁস

গোপন নথি ফাঁস

নিরাপত্তা বাহিনীর গোপন নথিতে এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে বলে সর্বভারতীয় সংবাদ গোষ্ঠীর প্রতিবেদনে বলা হয়েছে। এই পাথর ছোঁড়ার ঘটনায় প্রায় শ খানেক নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ান আহত হয়েছেন। তার মধ্যে ৮৯ জন আধা সেনা বলে খবর।

প্রকাশ্যে নতুন সত্য

প্রকাশ্যে নতুন সত্য

কাশ্মীরের প্রশাসন এতদিন দাবি করে এসেছে, বিচ্ছিন্ন কিছু পাথর ছোঁড়ার ঘটনা ছাড়া কাশ্মীর শান্ত রয়েছে। এছাড়া ২০১৯ সালের প্রথম ছয় মাসে মাত্র ৪০টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে।

কাশ্মীর নিয়ে কেন্দ্রের পরিকল্পনা

কাশ্মীর নিয়ে কেন্দ্রের পরিকল্পনা

কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার আগে কয়েক হাজার সেনা পাঠানো হয়েছিল। তারা কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারপর দিল্লির সংসদে কাশ্মীর ভাগের পরিকল্পনা জানানো হয়। তারপর গত দুই মাস ধরে কার্যত জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে। প্রায় ৪ হাজার জনকে আটক রাখা হয়েছে।

গৃহবন্দি অনেকেই

গৃহবন্দি অনেকেই

এর পাশাপাশি কাশ্মীরের বড় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে গৃহবন্দি করে রাখা হয়েছে। যার মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুক ও ওমর আবদুল্লা। এছাড়াও রয়েছেন পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

এনকাউন্টারের হিসাব

এনকাউন্টারের হিসাব

সরকারি রেকর্ড বলছে, গত দুই মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাঁচবার এনকাউন্টার হয়েছে, দুজন নিরাপত্তা বাহিনীর জওয়ান মারা গিয়েছেন। আহত হয়েছেন ৯ জন। এছাড়াও পুলিশের কয়েকজন আহত হয়েছেন। মোট ১০ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলেও রিপোর্টে বলা হয়েছে। ৩৭০ ধারা বাতিলের পর কেমন আছে কাশ্মীর? জানুন আসল সত্য

<strong><span class=[বেসরকারিকরনের পথে ১৫০টি রুটের ট্রেন ও ৫০টি রেলস্টেশন, তৈরি হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স]" title="[বেসরকারিকরনের পথে ১৫০টি রুটের ট্রেন ও ৫০টি রেলস্টেশন, তৈরি হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স]" />[বেসরকারিকরনের পথে ১৫০টি রুটের ট্রেন ও ৫০টি রেলস্টেশন, তৈরি হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স]

[নেহরুই প্রথম শস্ত্র পুজো ট্রেন্ড সেট করেছিলেন, কংগ্রেসের সমালোচনার জবাবে ভাইরাল ভিডিও][নেহরুই প্রথম শস্ত্র পুজো ট্রেন্ড সেট করেছিলেন, কংগ্রেসের সমালোচনার জবাবে ভাইরাল ভিডিও]

English summary
How Kashmir burning under the cover after abrogation of article 370, govt data reveals real truth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X