For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনধে কোন রাজ্যে কেমন সাড়া, জেনে নিন সারাদিনের আপডেট

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বেশ কয়েকদফা দাবি নিয়ে ১৮টি শ্রমিক সংগঠন সারা দেশব্যাপী দুই দিনের বনধের ডাক দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বেশ কয়েকদফা দাবি নিয়ে ১৮টি শ্রমিক সংগঠন সারা দেশব্যাপী দুই দিনের বনধের ডাক দিয়েছে। এদিন থেকে শুরু করে বুধবার পর্যন্ত বনধ চলবে। প্রথম দিনের বনধে দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের ঘটনা, হিংসা টের পাওয়া গিয়েছে। এই অবস্থায় রাজধানী দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বা কেরলে বনধের কেমন প্রভাব পড়ল তা জেনে নেওয়া যাক একনজরে।

দিল্লিতে অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নস সদস্যরা পতপরগঞ্জ শিল্পাঞ্চলে গিয়ে বনধের সমর্থনে বিক্ষোভ দেখান।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার বনধে কেরলে প্রভাব পড়েছে। বাম শাসিত এই রাজ্যের কোচি, ত্রিবান্দমের মতো শহরে রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।

পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বনধ সমর্থনকারীদের সঙ্গে প্রশাসনের ধ্বস্তাধ্বস্তি, মারপিট হয়। তৃণমূল সমর্থকেরাও রাস্তায় নেমে বনধ থামাতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। বেশ কয়েক জায়গায় ভাঙচুর হয়, বাসে আগুন লাগানোর ঘটনা সামনে এসেছে।

বাণিজ্যনগরী মুম্বইয়ে সিএসএমটিতে বাস পরিষেবা ব্যাহত হয়। কারণ বেস্ট-এর বাস পরিষেবা ব্যাহত ছিল।

ওড়িশায় ১৬ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভের জেরে ভুবনেশ্বরে ট্রাফিক পরিষেবা ব্যাহত হয়। ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে বারবার উত্তপ্ত হয় ওড়িশা।

কর্ণাটকে বিভিন্ন জেলায় ট্রেড ইউনিয়নগুলির বনধে মিশ্র সাড়া পড়েছে। মাইসোর, হাবলি ইতত্যাদি জায়গায় বনধ সমর্থকদের রাস্তায় দেখা গিয়েছে।

English summary
How India is affected by Bharat Bandh today, Know state-wise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X