For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর থেকে গোয়া, সারা দেশ কীভাবে মাতল হোলি উৎসবে, দেখুন ছবি

কাশ্মীর থেকে গোয়া, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ কারা কীভাবে হোলি পান করলেন দেখে নেওয়া যাক একঝলকে।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ছিল বাঙালিদের দোল। আর আজ হোলি উৎসব পালিত হল সারা দেশে। বাংলায়ও দোলের পরের দিনও চলল চুটিয়ে রঙ খেলা। আবির, বেলুন, জলরঙ কিছুর ব্যবহারই বাদ যায়নি। কাশ্মীর থেকে গোয়া, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ কারা কীভাবে হোলি পান করলেন দেখে নেওয়া যাক একঝলকে।

লুধিয়ানা

লুধিয়ানায় আইটিবিপি সদস্যরা সকাল হতেই হোলির আনন্দে মেতে ওঠেন।

ত্রিপুরা

ত্রিপুরায় শনিবার ভোটের ফলাফল। তার আগেরদিন চুটিয়ে চলল হোলি খেলা।

আহমেদাবাদ

গুজরাতের আহমেদাবাদে টমেটো দিয়ে হোলি খেলা হল। অনেকটা স্পেনের উৎসব লা তোমাতিনা-র স্টাইলে।

বারাণসী

বারাণসীতে সকাল থেকেই গলিতে গলিতে চলল চুটিয়ে হোলি খেলা।

কানপুর

পিছিয়ে ছিল না কানপুরও। যুবকরা রাস্তায় নেমে একে অপরকে হোলির শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে উঠল।

এলাহাবাদ

গঙ্গার পাড়ের শহর এলাহাবাদে হোলি খেলা হল অন্যভাবে। রঙের পাশাপাশি জামা ছিড়ে উদ্দাম আনন্দে মেতে উঠল যুবপ্রাণ। অনুষ্ঠানের নাম ছিল 'কাপড়া ফার'।

পুনে

পুনেয় রঙে-আবিরে সকলে মিলেমিশে একাকার হয়ে গেলেন হোলিতে।

গোয়া

গোয়ায় স্বদেশিদের পাশাপাশি রঙের আনন্দে মেতে উঠলেন বিদেশিরাও।

শ্রীনগর

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সাধারণ মানুষের পাশাপাশি বিএসএফ জওয়ানরাও মেতে উঠলেন হোলির আনন্দে।

পুষ্কর

পশ্চিমের রাজ্য রাজস্থানেও হোলি খেলায় কেউ বাদ ছিলেন না। রঙের উৎসবে নেচে উঠলেন সকলেই।

গুয়াহাটি

ত্রিপুরার পরে অসমের গুয়াহাটিতেও হোলি উৎসব খেলা হল চুটিয়ে। আমজনতা রাস্তায় নেমে হোলি পালন করলেন।

English summary
From Jammu Kashmir to Goa, How India celebrated Holi 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X