For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি চালুতে আখেরে লাভ হল কাদের, কীভাবেই বা লাভবান হলেন তারা, জেনে নিন

জিএসটি আখেরে উপভোক্তাদেরই উপকার করেছে। জেনে নিন কীভাবে।

  • |
Google Oneindia Bengali News

পণ্য ও পরিষেবা কর বা জিএসটি বাস্তবায়নের ফলে অপরিহার্য পণ্যগুলিতে পরোক্ষ করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রকৃতপক্ষে, ভারতে উপভোক্তাদের, বিশেষ করে, মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটি আশীর্বাদের মতো।

জিএসটি চালুতে আখেরে লাভ হল কাদের, কীভাবেই বা লাভবান হলেন তারা, জেনে নিন

সাবান, টুথপেষ্ট, চুলের তেল, রেজার, শ্যাম্পু এবং সুগন্ধির মতো অপরিহার্য ভোগ্যপণ্যের উপর পরোক্ষ কর ২৬% (এক্সাইজ + ভ্যাট) থেকে কমে ১৮% হয়েছে। বিশেষত, জুতোর উপর ট্যাক্স ৫০ শতাংশ হ্রাস পেয়েছে ১০% থেকে এখন ৫%।

এমওএসপিআই কনসাম্পশন বাস্কেট এনএসএসও ডাটা (৫০তম থেকে ৬০তম পার্সেন্টাইল)-এর দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ফাস্ট মুভিং কনজিউমার গুডসই নয়, মশলার পরোক্ষ কর ৬ থেকে কমে ৫ শতাংশ, ইডলি-ধোসার মিশ্রণের উপর কর কমে ১২ শতাংশ থেকে ৫ শতাংশ হয়েছে। রুটির উপর কর কমে ১২ থেকে ৫ শতাংশ হয়েছে আর মিনারেল ওয়াটারে ২৭ থেকে কমে ১৮ শতাংশ। অতএব, শহুরে এলাকায় পরিবার পরিজনকে নিয়ে বাইরে খেতে যাওয়াও এখন মধ্যবিত্ত শ্রেণীর জন্য বিলাসিতা নয়।

প্রকৃতপক্ষে, জিএসটি হার চূড়ান্ত হওয়ার পর থেকে প্রায় ৩৩ শতাংশ পণ্য ও পরিষেবায় জিুএসটির হার হ্রাস পেয়েছে। যদিও, ভবিষ্যতে উচ্চ আয় ঘটাতে সত্ক্ষ হলে এর মাত্রা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

২৭ জুলাই তাঁর সোশ্যাল মিডিয়া ব্লগে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও বলেছিলেন, সব স্ল্যাবের সম্পূর্ণ বিভাগ ধরা হলে, গত এক বছরে ৩৮৪ টি পণ্যে করের পরিমাণ হ্রাস পেয়েছে। পাশাপাশি একটিও পণ্যে করের পরিমাণ বাড়েনি। স্বাধীনতার পর থেকে ভারত কখনো এই গণ হারে কর হ্রাস দেখেনি। নিটফল করের হার কমার সঙ্গে সঙ্গে আয় বেড়েছে।

[আরও পড়ুন:ফের চমক, রাজনীতিতে পা রাখলেন বিতর্কিত ক্রিকেটারের স্ত্রী, যোগ দিলেন কংগ্রেসে][আরও পড়ুন:ফের চমক, রাজনীতিতে পা রাখলেন বিতর্কিত ক্রিকেটারের স্ত্রী, যোগ দিলেন কংগ্রেসে]

উৎসবের মরসুমের, রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার এবং ছোট আকারের টেলিভিশনের মতো পণ্যগুলির কর ১০% কমানো হয়েছে। ফলে ঠিক যে সময়ে সাধারণত এই পন্যগুলির চাহিদা বাড়ে তখনই পণ্যগুলির জন্য দাম কমছে।

[আরও পড়ুন: স্ট্র্যাটেজি বদল কংগ্রেসের! মুখ্যমন্ত্রী রাজ্যের ভাবমূর্তি ক্ষতি করছেন, বললেন রাহুল][আরও পড়ুন: স্ট্র্যাটেজি বদল কংগ্রেসের! মুখ্যমন্ত্রী রাজ্যের ভাবমূর্তি ক্ষতি করছেন, বললেন রাহুল]

পণ্য ও পরিষেবা উপর একটি পরোক্ষ কর হিসেবেই পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালু করা হয়েছে। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপেই জিএসটি লাগু আছে। তবে চূড়ান্ত উপভোক্তা ব্যতীত সকল পক্ষ উৎপাদনের বিভিন্ন পর্যায়ে তা ফেরতও পেয়ে যান। পাঁচটি ট্যাক্স স্ল্যাব পণ্য ও পরিষেবা কর সংগ্রহ করা হয় - ০%, ৫%, ১২%, ১৮% এবং ২৮%। কিন্তু, পেট্রোলিয়াম পণ্য, মদ, বিদ্যুৎ পরিষেবা, জিএসটি-র আওতায় নেই। এই পন্য ও পরিষেবাগুলির ক্ষেত্রে পূর্ববর্তী কর ব্যবস্থা অনুযায়ী, রাজ্য সরকারগুলি আলাদাভাবে কর ধার্য করে।

[আরও পড়ুন: বিজেপির ঘর ভাঙল কংগ্রেস, ছত্তিশগঢ়ের পাল্টা রাজস্থানে! '১৯-এর বার্তা মোদীকে ][আরও পড়ুন: বিজেপির ঘর ভাঙল কংগ্রেস, ছত্তিশগঢ়ের পাল্টা রাজস্থানে! '১৯-এর বার্তা মোদীকে ]

English summary
GST actually has benefited the consumers. Find out how.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X