For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মেয়াদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেমন ছিল আজকের শেয়ার বাজারের গ্রাফ?

Google Oneindia Bengali News

বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়তেই ধস নামে বিশ্ব অর্থনীতিতে। এরই মধ্যে দেশের লকডাউন পরিস্থিতি নিয়ে চলছে অনিশ্চয়তার এক আবহ। যার জেরে গত কয়েক সপ্তাহ ধরেই টানা নিম্নমুখী গ্রাফ ধরে রাখে শএয়ার বাজার। তবে সেই গতির উল্টো পথে হেঁটে মঙ্গলবার ১০ বছরের রেকর্ড ভেঙেছিল সেনসেক্স।

মার্কেট কারেকশন দেখে সেনসেক্স

মার্কেট কারেকশন দেখে সেনসেক্স

তবে গতকালকের রেকর্ড উত্থানের পর আজ ফের পতন দেখা যায় শেয়ার বাজারে। তবে আগের মতো সেই পতন ধসের সামিল না। বরং অর্থনীতিবিদদের ভাষায় যাকে বলে 'কারেকশন'। একসময় ১৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাওয়া সেনসেক্স শেষ পর্যন্ত ৩০ হাজারের নিচে এসে ঠেকে। আজ সারাদিন পর সেনসেক্সে ১৭৩. ২৫ পয়েন্ট পতন দেখা যায়। যার জেরে সেনসেক্স গিয়ে দাঁড়ায় ২৯৮৯৩.৯৬ পয়েন্টে।

পতন হয় নিফটিরও

পতন হয় নিফটিরও

এনিকে নিফটিও পড়ে ৪৩.৪৫ পয়েন্ট। এর জেরে নিফটি গিয়ে দাঁড়ায় ৮৭৪৮.৭৫ পয়েন্টে। এর আগে গতকাল এক লাফে ২৪০০ পয়েন্ট ওঠে সেনসেক্স। যা শতাংশের নিরিখে প্রায় ৯ শতাংশ। গত দশ বছরের নিরিখে তা রেকর্ড লাফ।

যেসব শেয়ারের দাম বাড়ে

যেসব শেয়ারের দাম বাড়ে

এদিন শেয়ার বাজেরের মোট ১৪৭৮টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে। এদের মধ্যে অন্যতম হল সান ফার্মা, এনটিপিসি, বাজাজ ফিন্যান্স, মারুতি, হিরো মোটর্স, সিপলা, ডক্টর রেড্ডিস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং জেএসডব্লু স্টিল।

যেসব শেয়ারের দাম কমে আজ

যেসব শেয়ারের দাম কমে আজ

এছাড়া মোট ৮৪৫টি শেয়ারের দাম এদিন লাল কালিতে যায়। অর্থাৎ আগের তুলনায় দাম পড় যায় এদের। এদের মধ্যে অন্যতম হল টিসিএস, টাইট্যান, আইসিআইসিআই ব্যাঙঅক, এসবিআই, এয়ারটেল এবং আইটিসি।

English summary
how did share market fare on 8th april 2020 amid coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X