For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে করোনার কোন স্ট্রেইন এসেছে! সার্স-সিওভি-২-এর এই ধারা কোন দেশ থেকে বাংলায় পা রাখল

  • |
Google Oneindia Bengali News

সার্স-সিওভি-২ ভাইরাসের থেকেই কোভিডের আগমন। যে ভাইরাস তার তাণ্ডবে গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে। মূলত এই ভাইরাসের ভারত আগমন কোন উৎস থেকে হয়েছে, তা নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এল।

গবেষণায় কী উঠে এল?

গবেষণায় কী উঠে এল?

পুনের একটি গবেষণায় সার্স সিওভি ২ নিয়ে একটি আরএনএ নির্ভর গবেষণা করা হয়েছে। সেখানে জিনোম সিকোয়েন্সিং কনসরটিয়ামে একাধিক তথ্য উঠে এসেছে। গবেষকরা সেখানে দুটি দাপুটে করোনা স্ট্রেইনের কথা বলেছেন। যা ভারতে ঢুকেই একছত্র ক্ষমতায় বহু মানুষকে নিজের বিষগ্রাসে এনেছে।

 দেশে সবচেয়ে বেশি কোন স্ট্রেইন?

দেশে সবচেয়ে বেশি কোন স্ট্রেইন?

উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি ও উত্তরাখন্ডে ২০ এ নামে একটি ভাইরাস স্ট্রেইন মিলেছে। যা অত্যন্ত ভয়ানক। ভারতের উত্তর অংশে এমনই একটি ভাইরাস স্ট্রেইনের দাপট বাড়ায় করোনার আক্রমণ বাড়ছে।

 পশ্চিমবঙ্গে কী পরিস্থিতি?

পশ্চিমবঙ্গে কী পরিস্থিতি?

20A স্ট্রেইনটি দেশের পূর্ব এলাকাকেও দখলে রেখেছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেও এই একই স্ট্রেইন এসেছে। মূলত, সুইৎজারল্যান্ড, সৌদি আরব, ইউকে, ইতালিতে এই স্ট্রেইন দেখা গিয়েছে। যা রাজ্যে এসেছে। ক্রমাগত মিউটেশন এই স্ট্রেইনকে আরও বেশি মারাত্মক করে তুলছে।

 কেন জানা দরকার স্ট্রেইন সম্পর্কে?

কেন জানা দরকার স্ট্রেইন সম্পর্কে?

উল্লেখ্য, গবেষকদের দাবি মহারাষ্ট্র , কর্ণাটক, তেলাঙ্গানায় ২০ বি নামের আরও একটি স্ট্রেইন এসেছে। যা ব্রাজিল, ইউকে, গ্রিস, ইতালি থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভাইরাসের স্ট্রেইন জানলে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে ধারণা সরহ হবে। আর সেই কারণেই এই ধরনের গবেষণা।

English summary
How Covid entered In India shown strain diversity’ study map
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X