For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়কদের পারফরম্যান্সের ওপর ফোকাস বাড়াচ্ছে বিজেপি, আসন্ন ভোটের আগে তোড়জোর

বিধায়কদের পারফরম্যান্সের ওপর ফোকাস বাড়াচ্ছে বিজেপি, আসন্ন ভোটের আগে তোড়জোর

Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় স্রোতে মোদী সরকারকে বহু জনই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বহু সমালোচক মহলেরই দাবি, করোনার দ্বিতীয় স্রোতে কার্যত ম্লান মোদী ম্যাজিক। এমন অবস্থায় যোগীগড় উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। এরপর থেকেই আসন্ন ২০২২ সালের ভোটের আগে কোমর কষছে গেরুয়া শিবির।

সতর্ক পথে চলছে বিজেপি

সতর্ক পথে চলছে বিজেপি

প্রসঙ্গত, যোগীগড়ে করোনার দ্বিতীয় স্রোতের ছোবল বিষাক্তভাবে আছড়ে পড়েছে। উত্তরপ্রদেশে করোনার জেরে নয়া স্ট্রেনের দাপটে বিজেপি হারিয়েছে তাদের বহু নেতা কে। বহু বিজেপি হেভিওয়েটই করোনা ইস্যুতে যোগী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এরপর মাঝেই পঞ্চায়েত ভোটে বিজেপি ধরাশায়ী হয়েছে সেখানে। এরপর সতর্কভাবে পা ফেলে এগোতে শুরু করেছে বিজেপি।

বিধায়কদের পারফরম্যান্স মাপা শুরু হচ্ছে!

বিধায়কদের পারফরম্যান্স মাপা শুরু হচ্ছে!

জানা গিয়েছে, এবার ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে , বিজেপি, প্রার্থীদের টিকিট দেওয়ার আগে তাঁদের পারফরম্যান্স পরীক্ষা করবে পঞ্চায়েত ভোটের নিরিখে। কোন এলাকায় কোন বিধায়কের জমি কতটা শক্ত তা মেপেই এবার টিকিট দিতে পারে উত্তরপ্রদেশের গেরুয়া শিবির। বাংলা, তামিলনাড়ুতে বিজেপি ধাক্কা খাওয়ার পর হাইভোল্টেজ উত্তরপ্রদেশের ভোট নিয়ে আপাতত তারা বেশ ফোকাস বাড়াচ্ছে। আর এক্ষেত্রে উত্তরপ্রদেশের বর্তমান বিধায়কদের ফের একবার টিকিট দেওয়ার আগে বিজেপি গ্রাউন্ড চেক করবে বলে জানা যাচ্ছে।

বহু বিধায়ককে টিকিট নাও দিতে পারে দল!

বহু বিধায়ককে টিকিট নাও দিতে পারে দল!

শোনা যাচ্ছে, বিজেপি সম্ভবত উত্তরপ্রদেশে ৫০ শতাংশ বিধায়ককে টিকিট নাও দিতে পারে। পঞ্চায়েত ভোটে এঁদের খারাপ পারফরম্যান্সের জেরে এমন সিদ্ধান্ত বিজেপি নিচ্ছে বলে জানা যাচ্ছে।

 সেমিফাইনালে ব্যাকফুটে থাকা না পসন্দ হাইকমান্ডের!

সেমিফাইনালে ব্যাকফুটে থাকা না পসন্দ হাইকমান্ডের!

প্রসঙ্গত বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ২০২২ বিধানসভা ভোটের আগে সেমিফাইনল ছিল এই পঞ্চায়েত ভোট। সেখনে যোগীর শক্তি পরীক্ষার লিটমাস টেস্টে বিজেপির ব্যাপক ধাক্কা খাওয়ার ঘটনা কার্যত মেনে নিতে পারছে না দিল্লির বিজেপি নেতৃত্ব। তড়িঘড়ি পরিস্থিতি কাটাছেঁড়া করে দেখতে এবার উত্তরপ্রদেশের জেলায় জেলায় বিজেপি ফোকাস বাড়াচতে শুরু করেছে।

যোগীর জেলা সফর

যোগীর জেলা সফর

২০২২ সালের ভোটের আগে তৎপরতা শুরু হয়েছে যোগী শিবিরে। ভোটের আগে থেকেই উত্তরপ্রদেশের বহু এলাকায় সফর সুরু করেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। যে সমস্ত এলাকায় বিজেপি পঞ্চায়েত ভোটে ভালো ফলাফল করেনি,সেখানে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখে আসতে শুরু করছেন যোগী আদিত্যনাথ।

বাংলায় ভোট পরবর্তী গণ্ডগোল, ব্যবস্থা নেওয়ার দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি ১৪৬ বিশিষ্ট জনেরবাংলায় ভোট পরবর্তী গণ্ডগোল, ব্যবস্থা নেওয়ার দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি ১৪৬ বিশিষ্ট জনের

English summary
How BJP prepares for 2022 UP assembly poll after Panchayat vote debacle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X