For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর হিন্দি গ্রিলস কিভাবে এক নিমেষে বুঝে গিয়েছিলেন! গোপন কথা ফাঁস করলেন প্রধানমন্ত্রীই

'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে প্রথমবার টিভির পর্দায় দেখা গিয়েছে গভীর অরণ্যে অ্যাডভেঞ্চারে। ডিসকভারি চ্যানেলের সেই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অন্য এক রূপ উঠে আসে।

  • |
Google Oneindia Bengali News

'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে প্রথমবার টিভির পর্দায় দেখা গিয়েছে গভীর অরণ্যে অ্যাডভেঞ্চারে। ডিসকভারি চ্যানেলের সেই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অন্য এক রূপ উঠে আসে। অনুষ্ঠান ঘিরে একাধিক তর্ক বিতর্ক উঠেছে ইতিমধ্যেই। তারমধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এক নিমেষে কিকরে মোদীর হিন্দি বুঝে গিয়ে তার ইংরাজি জবাব দিচ্ছিলেন বেয়ার গ্রিলস ?জবাব দিলেন মোদী।

মোদীর হিন্দি ও বেয়ার গ্রিলস

এদিন 'মন কী বাত' অনুষ্ঠানে মোদী প্রসঙ্গ তোলেন তাঁর সঙ্গে বেয়ার গ্রিলসের টেলিভিশন অনুষ্ঠানের শ্যুটিং এর বিষয়ে। প্রধানমন্ত্রী বলেন,' অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন বেয়ার গ্রিলস কিভাবে আমার হিন্দি বুঝে যাচ্ছিলেন? অনেকে জানতে চান, এটি কি এডিট করা হয়েছে? প্রযুক্তি আমাদের মধ্যে সেতু হয়ে গিয়েছিল। একটি কর্ডলেস ডিভাইস ওঁর আর আমার কানে ছিল , যেখানে ভাষার অনুবাদ করা হচ্ছিল। '

এবার প্লাস্টিক মুক্ত গান্ধী জয়ন্তী!

প্লাস্টিক মুক্ত ভারত গঠনের লক্ষ্যে এবার গান্ধী জয়ন্তী থেকেই নতুন সংকল্প নেওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত , এই বছর মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম বার্ষিকী পালিত হবে দেশ জুড়ে।

পরিবেশ সচেতনতায় মোদী

এদিনের 'মন কি বাত ' অনুষ্ঠানে নরেন্দ্র মোদী দাবি করেন যে তিনি ,বিশ্বাস করেন যে গোটা দেশ জলবায়ুর বিষয়ে সচেতন। সেই প্রসঙ্গেই প্লাস্টিক মুক্ত ভারত ও গান্ধী জয়ন্তী পালনকে এক অনন্য মিশেলে রেখে এগিয়ে চলার বার্তা দেন মোদী। পাশাপাশি পরিবাশ সচেতনতা নিয়েও এদিন বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী।

[শেষযাত্রায় অরুণ জেটলি, দেখুন ফটো গ্যালারী]

English summary
How Bear Grylls understood Narendra Modi's Hindi,here PM answered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X