For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি সংযুক্তিকরণের পর গ্রাহকদের ওপর এর কী প্রভাব পড়বে

এদিন দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ২০১৭ সালে সারা দেশে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সংখ্যা ছিল সাতাশটি। এদিন তা কমিয়ে নামিয়ে আনা হয়েছে ১২টিতে। বেশ কয়েকটি ব্যাঙ্ককে সম্মিলিত করে অর্থনীতিকে চাঙ্গা করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর গ্রাহকদের ওপর এর কী প্রভাব পড়বে

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, বিজয় ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ককে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে আগেই সংযুক্ত করা হয়েছে। বেশ কয়েকটি ব্যাঙ্ক আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যার ফলে আগে থেকেই বেশ কয়েকটি ব্যাঙ্ক একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছে।

এদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক একত্রিত হচ্ছে। ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক একত্রিত হচ্ছে। কানাডা ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক একত্রিত হচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক একত্রে মিশে যাচ্ছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন।

এখন ঘটনা হল ব্যাঙ্ক সম্মিলিতকরণের ফলে গ্রাহকদের কোন কোন অবস্থার সম্মুখীন হতে হবে।

আপনাকে চেক বই বদল করতে হবে। তবে এখন যে ব্যাঙ্কের চেক বুক আপনার রয়েছে, তা বেশ কিছুদিনের জন্য বৈধ থাকবে। পরে সেটা আপনাকে পাল্টে ফেলতে হবে।

আপনাকে নতুন আইএফএসসি কোড দেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে যেতে পারে। বিভিন্ন নথি জমা করতে হতে পারে।

এর আগে এসবিআই-এর সঙ্গে সংযুক্তিকরণ এর ফলে ১৩০০টি শাখার নাম ও আইএফএসসি কোড বদলে গিয়েছে।

একটা নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান ক্রেডিট বা ডেবিট কার্ড চলবে। তবে তারপর তা বদলে যাবে। তবে এখনও নির্দিষ্ট নয় ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর সুদের হারে কোনও পরিবর্তন হবে কিনা।
কারণ বিভিন্ন ব্যাঙ্কের আলাদা আলাদা সুদের হার থাকে। সবচেয়ে সুবিধা হবে ব্যাঙ্কের শাখা অনেক বেড়ে যাবে। ফলে মানুষের সহজে পৌঁছে যেতে সুবিধা হবে।

English summary
How bank mergers will impact common man
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X