For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়ের শুরু, কো-উইন অ্যাপে কীভাবে-কখন নাম নথিভুক্ত করবেন, একনজরে

ভারতে করোনা (coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের (vaccination) কাজ শুরু হতে চলেছে সোমবার সকাল থেকে। যার জন্য সাধারণ মানুষকে কো-উইন অ্যাপে (co-win app) নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এই পর্যায়ে

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা (coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের (vaccination) কাজ শুরু হতে চলেছে সোমবার সকাল থেকে। যার জন্য সাধারণ মানুষকে কো-উইন অ্যাপে (co-win app) নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এই পর্যায়ে ২৭ কোটি মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বয়স্ক নাগরিক এবং ৪৫ বছরের বেশি যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাই এখানে নাম নথিভুক্ত করতে পারবেন।

মমতা ফের হাত মেলাবেন বিজেপির সঙ্গে, ব্রিগেডের সভা থেকে ভবিষ্যদ্বাণী ইয়েচুরিরমমতা ফের হাত মেলাবেন বিজেপির সঙ্গে, ব্রিগেডের সভা থেকে ভবিষ্যদ্বাণী ইয়েচুরির

অ্যাপের আপগ্রেডেশন

অ্যাপের আপগ্রেডেশন

কো-উইন অ্যাপটি নতুন কিছু নয়। তবে বর্তমানে চালু থাকা অ্যাপটির আপগ্রেডেশন করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমেই সরকার প্রথম পর্যায়ের টিকাকরণের কাজ চালিয়েছে। এই আপগ্রেডেশনের কারণে শনিবার ও রবিবার ভ্যাকসিনেশনের কাজ বন্ধ রাখা হয়।

কীভাবে অ্যাপের ব্যবহার

কীভাবে অ্যাপের ব্যবহার

তিনভাবে কো-উইন-২ অ্যাপটি ব্যবহার করা যাবে। এর জন্য কেউ যেতে পারেন cowin.gov. in ওয়েবসাইটে। এরপর সেখান থেকে যেতে হবে, যেখানে বলা হচ্ছে নিজের রেজিস্ট্রেশন নিজেই করুন, সেখানে। তবে তা সক্রিয় হবে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের কাজ শুরু হওয়ার পরে।
আরোগ্য সেতু অ্যাপ থেকেও এই অ্যাপে যাওয়া যাবে। এছাড়াও গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। আবার অনেকের কাছে ইন্টারনেট সংযোগ নাও থাকতে পারে। সেক্ষেত্রে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা থাকছে। তবে সুবিধাপ্রাপ্তদের এই অ্যাপের মাধ্যমেই যেতে হবে টিকাকরণ কেন্দ্রে।

পরিবারের চারজনের নাম নথিভুক্ত করা যাবে

পরিবারের চারজনের নাম নথিভুক্ত করা যাবে

যদি কেউ সরকারি নথির মাধ্যমে কো-উইন অ্যাপে নথিভুক্ত করেন, তাহলে ওটিপির মাধ্যমে করতে হবে। কো-উইন অ্যাপের মাধ্যমে পরিবারের চার সদস্যের নাম নথিভুক্ত করা যাবে। আর অ্যাপের মাধ্যমেই টিকাকরণের সার্টিফিকেট পাওয়া যাবে।
দেশে ১৬ জানুয়ারি থেকে টিকাকরণের কাজ শুরু করা হলেও, এবারই প্রথম দেশের জনগণের সামনে তা আনা হচ্ছে। এরই মধ্যে ভুয়ো সাইটের মাধ্যমে মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সেই কারণে সরকারের তরফে বারবার বলা হচ্ছে সরকারি তথ্য অনুসরণ করতে।

ভ্যাকসিন পাওয়া যাবে বেসরকারি হাসপাতালেও

ভ্যাকসিন পাওয়া যাবে বেসরকারি হাসপাতালেও

এবারও প্রথমবার, বেসরকারি হাসপাতালেও করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। যার জন্য সরকার হাসপাতালগুলিকে ভ্যাকসিনের মূল্য বেধে দিয়েছে। ২৫০ টাকা করে। এছাড়াও সরকারি তরফে হাসপাতালের তালিকাও দেওয়া হয়েছে, যেখানে সোমবার, ১ মার্চ থেকে টিকাকরণের কাজ শুরু হবে।

English summary
How and when to register in co win-2 for taking Corona vaccine in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X