For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেধাবী ছাত্র থেকে আলকায়দা জঙ্গি, আমিরুদ্দিনকে ঘিরে ঘনাচ্ছে নতুন রহস্য

মেধাবী ছাত্র থেকে আলকায়দা জঙ্গি, আমিরুদ্দিনকে ঘিরে ঘনাচ্ছে নতুন রহস্য

Google Oneindia Bengali News

আমিরুদ্দিন খান। জঙ্গি যোগে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চিনা গ্রেনেক এবং একাধিক অস্ত্র। পেশায় যদিও সাধারণ কাপড়ের ব্যাবসায়ী আমিরুদ্দিন। বাড়ি পশ্চিমবঙ্গে। কাজের সুবাদে কাশ্মীরে বসবাস। আমিরুদ্দিনের সঙ্গে বাংলার যোগ পাওয়ার পড়েই নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা। কারণ গত কয়েকদিন পশ্চিমবঙ্গ থেকে ৬ জন আলকায়দা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আমিরুদ্দিনকে গ্রেফতারের আগেরদিনই দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে এক আলকায়দা জঙ্গিকে গ্রেফতার করা হয়। কোন পরিকল্পনা নিয়ে তাঁরা বাংলায় ডেরা তৈরি করেছিল তার তদন্ত শুরু হয়েছে।

কে এই আমিরুদ্দিন

কে এই আমিরুদ্দিন

২০০৭ সাল থেকে কাশ্মীরে সপরিবারে বাস করেন আমিরুদ্দিন। পেশায় কাপড়ের ব্যবসায়ী। আসল বাড়ি হাওড়ার সাঁকরাইলে। সেখানেই পরিবারের সকলে থাকেন। অত্যন্ত মেধাবী ছাত্র তিনি। কাশ্মীরে মাদ্রাসায় পড়ানোর সুবাদেই গিয়েছিলেন তিনি। তারপর সেখানেই সপরিবারে বসবাস শুরু করেন। খুলেছিলেন কাপড়ের দোকান। হাওড়ার সাঁকরাইল থেকে কাপড় যেত তাঁর কাছে। নিপাট সাধারণ মানুষের মতই কাশ্মীরে বসবাস করছিলেন তিনি। হঠাৎ করে পুরো ছবিটাই বদলে গিয়েছে গতকাল থেকে। কাশ্মীর পুলিশ গতকাল রাতে আমিরুদ্দিনকে গ্রেফতার করে। তাঁর সঙ্গে আলকায়দা জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। আমিরুদ্দিনের কাছ থেকে একটি চিনা গ্রেনেড এবং একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কী বলছেন পরিবারের লোকেরা

কী বলছেন পরিবারের লোকেরা

সাঁকরাইলের মাশিলা পাঠানপাড়ার বাসিন্দা আমিরুদ্দিন। তাঁরা পাঁচ ভাইবোন। আমিরুদ্দিন তাঁর মধ্যে ছোট। অত্যন্ত মেধাবী ছাত্র। সেই সুবাদেই কাশ্মীরে মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছিলেন তিনি। ২০০৭ সাল থেকে সেখানেই বসবাস শুরু করেন তিনি। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। পরে কাপড়ের ব্যবসাও শুরু করেন আমিরুদ্দিন। গ্রামের লোকেরা বিশ্বাসই করতে পারছেন না আমিরুদ্দিনের জঙ্গি যোগের কথা। তাঁদের পাল্টা দাবি পুলিশ তাঁদের ছেলেকে ফাঁসিয়েছে।

ইউএপিএ ধারায় ব্যবস্থা

ইউএপিএ ধারায় ব্যবস্থা

ইউএপিএ ধারায় ইতিমধ্যেই মামলা করা হয়েছে আমিরুদ্দিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইন, বিস্ফোরক আইন এবং ইউএপিএ ধারায় পুলিশ মামলা শুরু করেছে পুলিশ। সোমবার কাশ্মীর পুলিশ তাঁকে হাতে নাতে ধরে। পশ্চিমবঙ্গ থেকে গত কয়ে দিনে ৬ জন আলকায়দা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে এক আলকায়দা জঙ্গিকে গ্রেফতার করেছিল। ফয়জল নামে এক আলকায়দা জঙ্গিকে গ্রেফতার করার পরেই তাঁকে জেরা করে হামিরুলের খোঁজ পায় এসটিএফ। একের পর এক আলকায়দা জঙ্গি বাংলা থেকে গ্রেফতার হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে।

কোন ষড়যন্ত্র

কোন ষড়যন্ত্র

পশ্চিমবঙ্গে কি ঘাঁটি তৈরি করছে আলকায়দা জঙ্গিরা। একের পর এক আলকায়দা জঙ্গি গ্রেফতারের ঘটনায় সেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। হঠাৎ করে পশ্চিমবঙ্গকে কেন ব্যবহার করতে চাইছে। রাজ্য ধৃত আলকায়দা জঙ্গিদের সঙ্গে আমিরুদ্দিনের কোনও সম্পর্ক রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার নির্দেশেই কি আলকায়দা জঙ্গিরা বাংলায় ঘাঁটি তৈরি করতে শুরু করেছিল। কোনও বড় নাশকতার ছক তাঁদের ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Bengali man arrested from Kashmir ling with terrorist group
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X