For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ হাজার নিরাপত্তাকর্মীর 'দুর্গ' অযোধ্যা! রাজ্যে জারি ১৪৪ ধারা

অযোধ্যা নিয়ে রায় দেওয়ার আগে কড়া নিরাপত্তার চাদরে গ্রাউন্ড জিরোতে। নিরাপত্তার চাদর বেষ্টিত রয়েছে উত্তর প্রদেশেও। জানা গিয়েছে ২০ হাজার নিরাপত্তা মোতায়েন করা হয়েছে অযোধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা নিয়ে রায় দেওয়ার আগে কড়া নিরাপত্তার চাদরে গ্রাউন্ড জিরোতে। নিরাপত্তার চাদর বেষ্টিত রয়েছে উত্তর প্রদেশেও। জানা গিয়েছে ২০ হাজার নিরাপত্তা মোতায়েন করা হয়েছে অযোধ্যায়। ১১ নভেম্বর পর্যন্ত সেখানকার স্কুল, কলেজ, কোচিং সেন্টারগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশের ডিজি ওপি সিং জানিয়েছেন, রাজ্যের সব পুলিশ সুপারকে নজরদারি জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল আটটা থেকে থানা পর্যায়ে নজরদারি শুরু করা হয়েছে।

অযোধ্যায় নিরাপত্তা বাহিনী

অযোধ্যায় নিরাপত্তা বাহিনী

সিপিএমএফ ২০ কোম্পানি, পিএসি ২০ কোম্পানি, র‍্যাফ ৬ কোম্পানি, এসপি পর্যায়ের অফিসার রাখা হয়েছে ৯ জন, অতিরিক্ত পুলিশ সুপার ৪ জন, ডেপুটি এসপি ২০ জন, ইনস্পেক্টর ১৬০, সাব ইনস্পেক্টর ৬০০, কনস্টেবল ৫ হাজার, হোমগার্ড ১৫০০

অযোধ্যায় নজরদারি

অযোধ্যায় নজরদারি

অযোধ্যায় নজরদারি সুবিধার জন্য তিনটি জোনে ভাগ করা হয়েছে। এই তিনটি জোনকে আবার ২১ টি সেক্টর এবং ৩৫ টি সাব সেক্টরে ভাগ করা হয়েছে। পাশাপাশি সেখানে ড্রোন এবং সিসিটিভিও রয়েছে।

 সোশ্যাল মিডিয়ায় নজরদারি

সোশ্যাল মিডিয়ায় নজরদারি

অযোধ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাতে ১৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে নজরদারি চালানো হচ্ছে। জনসাধারণের কাছে আবেদন করা হয়েছে, যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার মতো কিছু তারা সোশ্যাল মিডিয়ায় দেখেন , তাহলে তা, 8874327341 নম্বরে জানাতে।

 উত্তরপ্রদেশে জারি ১৪৪ ধারা

উত্তরপ্রদেশে জারি ১৪৪ ধারা

অযোধ্যাকে দুর্গে পরিণত করা হলেও, নজরদারি শুধু অযোধ্যাতেই নয়, সারা রাজ্যেই ১৪৪ ধারা বলবত করা হয়েছে। যেসব জেলাগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে সেগুলি হল, মোরাদাবাদ, সম্ভল, আমরোহা, রামপুর, বেরেলি, শাজাহানপুর, পিলভিট, আলিগড়, মথুরা, কাশগঞ্জ, এটা, মুজাফফরনগর, সামলি, সাহারানপুর, বাগপত, আম্বেদকরনগর, আজমগড়, মৌ, বারাবাঁকি, বারানসি, মির্জাপুর, মিরাট, ফৈজাবাদ, এলাবাহাদ এবং কানপুর।

২০১০-এ অযোধ্যা নিয়ে রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, যা বিরুদ্ধে আবেদন হয় সুপ্রিম কোর্টে২০১০-এ অযোধ্যা নিয়ে রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, যা বিরুদ্ধে আবেদন হয় সুপ্রিম কোর্টে

 ৫ বিচারপতির প্রচেষ্টায় অযোধ্যা মামলা নিষ্পত্তি! জেনে নিন তাঁদের পরিচয় ৫ বিচারপতির প্রচেষ্টায় অযোধ্যা মামলা নিষ্পত্তি! জেনে নিন তাঁদের পরিচয়

English summary
Hours before the Ayodhya verdict 20000 troops have been stationed at ground Zero. There is also a high alert across the Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X