For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজনীতি করতে অপারগ', মন্ত্রিসভা সম্প্রসারণের পরই পদত্যাগ এনসিপি বিধায়কের

'রাজনীতি করতে অপারগ আমি।' এমনই দাবি করে পদত্যাগ করলেন মহারাষ্ট্রের বীড় জেলার এনসিপির বিধায়ক প্রকাশ সোলাঙ্কে। প্রসঙ্গত, সোমবার মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারিত করা হয়।

Google Oneindia Bengali News

'রাজনীতি করতে অপারগ আমি।' এমনই দাবি করে পদত্যাগ করলেন মহারাষ্ট্রের বীড় জেলার এনসিপির বিধায়ক প্রকাশ সোলাঙ্কে। প্রসঙ্গত, সোমবার মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারিত করা হয়। মোট ৩৬ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করেন। তবে সেই তালিকায় ছিলেন না প্রকাশ সোলাঙ্কে।

মন্ত্রিসভার সম্প্রসারণ

মন্ত্রিসভার সম্প্রসারণ

৩৬ জনের মধ্যে ২৬ জন হলেন ক্যাবিনেট মন্ত্রী। বাকি ১০ জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় ৩ জন মহিলা সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে দুজন ক্যাবিনেটমন্ত্রী। এই মন্ত্রিসভায় মুসলিম রয়েছেন চারজন। যাঁদের মধ্যে দুজন এনসিপির, একজন কংগ্রেসের এবং একজন শিবসেনার। শিবসেনার আব্দুল সাত্তার ভোটের ঠিক আগে কংগ্রেস থেকে শিবসেনার যোগ দিয়েছিলেন। তিনি কংগ্রেস বিধায়ক ছিলেন সেই সময়।

চারবারের বিধায়ক প্রকাশ

চারবারের বিধায়ক প্রকাশ

এদিকে মহারাষ্ট্রের মাজগাওঁ থেকে চার বারের বিধায়ক প্রকাশ সোলাঙ্কে রাজনীতির আঙিনায় বহুনিদ ধরে থেকেও এই বর্ধিত মন্ত্রিসসভায় স্থান পাননি। তবে এই কারণেই তিনি পদত্যাগ করলেন কি না, জিজ্ঞাসা করা হলে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন তিনি। উল্টে তিনি বলেন, 'আমি রাজনীতি করতে অপারগ, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি মঙ্গলবার পদত্যাগ করব। এরপর থেকে আমি রাজনীতি থেকে দূরেই থাকব।'

 কী বললেন প্রকাশ?

কী বললেন প্রকাশ?

এদিকে পদত্যাগ করলেও দলের শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি তিনি। তিনি বরং জানান যে তিনি দলের কোনও নেতার প্রতিই অসন্তুষ্ট নন। তিনি বলেন, 'আমি এনসিপির শীর্ষ নেতৃত্বকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। আমি মঙ্গলবার বিধআনসভার অধঅযক্ষএর সঙ্গে দেখা করে আমার পদত্যাগ পত্র জমা দেব। আমার এই পদত্যাক মন্ত্রিসভা সম্প্রসারণের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়।'

রাজনীতির অযোগ্য! মন্ত্রিসভা সম্প্রসারণের পরেই বিধায়ক পদে ইস্তফা এনসিপি নেতাররাজনীতির অযোগ্য! মন্ত্রিসভা সম্প্রসারণের পরেই বিধায়ক পদে ইস্তফা এনসিপি নেতার

English summary
Hours after Uddhav Cabinet expansion, NCP MLA decides to resign in maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X