দিল্লির চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস! হাসপাতাল বন্ধ করে বিচ্ছিন্ন করা হল রোগীদের
ফের করোনা ভাইরাসের শিকার দিল্লির এক চিকিৎসক। তবে এবার কোনও মহল্লা ক্লিনিক নয় আক্রান্ত হয়েছেন দিল্লির এক ব্যস্ততম হাসপাতালের চিকিৎসক। আর এর জেরে দিল্লিতে আরও খারাপ হতে পারে করোনা সংক্রমণেরর পরিস্থিতি।

দিল্লির এই চিকিৎসকের করোনা ধরা পড়ে
দিল্লির এই চিকিৎসকের করোনা পজিটিভের রেজাল্ট আসতেই সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে আগেভাগে দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটটি বন্ধ করে দিল দিল্লি সরকার। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ওই হাসপাতাল ভবনের ওপিডি, অফিস এবং ল্যাবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব জায়গা বিশেষভাবে স্যানিটাইজ করা হচ্ছে।

চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন বহু রোগী
ইতিমধ্যে যাঁরা ওই করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। ওই চিকিৎসক সম্প্রতি ব্রিটেন ফেরত এক আত্মীয়ের সংস্পর্শে আসেন। মনে করা হচ্ছে সেই আত্মীয়দের কাছ থেকেই করোনা ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছে।

মহল্লা ক্লিনিকের বহু চিকিৎসকের করোনা
এর আগে দিল্লি সরকার পরিচালিত মহল্লা ক্লিনিকগুলিতে কাজ করা একজন চিকিৎসক দম্পতির শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, কিছুদিন আগে ওই মহল্লা ক্নিনিকে দেখাতে এসেছিলেন সৌদি আরব থেকে ফিরে আসা এক মহিলা। মহল্লা ক্লিনিকে ওই চিকিৎসককে দেখাতে আসা রোগীদের অনেকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

দেশ জুড়ে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ
দেশ জুড়ে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। তাঁদের সেবায় নিরন্তর ব্যস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে, চিকিৎসকদের ঠিকভাবে সুরক্ষাকিট দেওয়া হচ্ছে না। আর এর জেরে করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকরা নিজেরাই ওই মারাত্মক ভাইরাসের শিকার হচ্ছেন। এখনও পর্যন্ত করোনা ভাইরাস রোগীদের সংস্পর্শে আসায় দেশ জুড়ে প্রায় ১০০ জন চিকিৎসক করোনা সংক্রামিত হয়েছেন।