For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্থগিত নাগাল্যান্ডের বিখ্যাত Hornbill Festival! মর্মান্তিক ঘটনার পরেই শাহের চাপ বাড়িয়ে টুইট রাহুল-মমতার

সাত সকালে নাগাল্যান্ডে মৃত্যু মিছিল! 'ভুলবশত' নাগা যুবকদের লক্ষ্য করে গুলি সেনাবাহিনীর। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর সামনে আসছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে প

  • |
Google Oneindia Bengali News

সাত সকালে নাগাল্যান্ডে মৃত্যু মিছিল! 'ভুলবশত' নাগা যুবকদের লক্ষ্য করে গুলি সেনাবাহিনীর। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর সামনে আসছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

যদিও এই ঘটনার পরেই রণক্ষেত্র চেহার নেয় এলাকা। হামলা হয় সেনাবাহিনীর উপর। একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাল্টা হামলায় সেনাবাহিনীর এক জওয়ানের মৃত্যুর খবর। এই ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।

Hornbill Festival বন্ধ রাখার সিদ্ধান্ত

Hornbill Festival বন্ধ রাখার সিদ্ধান্ত

সামনে Hornbill Festival। আর এই উৎসবকে সামনে রেখে সেজে উঠছিল নাগাল্যান্ড। একাধিক কূটনীতি এই উৎসব দেখার জন্যে সেখানে পৌঁছে গিয়েছেন। আর এর মধ্যেই এই ঘটনা। ফলে আপাতত এই উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছয় আধিবাসী সংগঠন বসে এই সিদ্ধান্ত নিয়েছে। সে রাজ্যের রাজধানী কোহিমাতে এই উৎসব শুরু হওয়ার কথা ছিল। প্রস্তুতিও প্রায় শেষ হয়ে যায়। কিন্তু ঘটনার Eastern Nagaland People's Organisation-এর তরফে জানানো হয়েছে, কেউ এই উৎসবে অংশ নেবে না। যেখানে তাঁদের এতগুলি মানুষের মৃত্যু হয়ে গেল, সেখানে কীভাবে নাচব আমরা, বিবৃতিতে দাবি সংগঠনের তরফে।

শাহকে টার্গেট রাহুলের

শাহকে টার্গেট রাহুলের

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে ঘটনার তদন্তের কথা বলেছেন অমিত শাহ। একই সঙ্গে ক্ষমাও চেয়েছেন। কিন্তু এই ঘটনার জন্যে সরাসরি অমিত শাহকে দায়ী করেছেন রাহুল গান্ধী। তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার নিন্দা করেছেন। কংগ্রেস সাংসদ লেখেন, এই বিষয়ে অবশ্যই সরকারকে আসল সত্য জানাতে হবে। এই ঘটনায় হৃদউ কম্পিত হচ্ছে! সোশ্যাল মিডিয়াতে লিখলেন রাহুল। একই সঙ্গে শাহকে টার্গেট করে তিনি আর লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রক কি করছে? আমাদের ভূমিতে কি সাধারণ মানুষ থেকে নিরাপত্তাকর্মী কেউ সুরক্ষিত নয়।

টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঘটনার প্রাউ দীর্ঘক্ষণ পর টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ঘটনার দুঃখপ্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে এই ঘটনায় আক্রান্তরা যাতে বিচার পায় তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। আর সুনির্দিষ্ট তদন্তের ভিত্তিতে হয় সেটাও উল্লেখ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিচার না পাওয়া পর্যন্ত দেহ নয়

বিচার না পাওয়া পর্যন্ত দেহ নয়

এই ঘটনায় সকাল থেকেই উত্তাল এলাকা। বিচার না পাওয়া পর্যন্ত দেহ নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে মৃতদের পরিবার। আর এই দাবিতেই চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের সঙ্গেই বিক্ষোভে সামিল বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনগুলি। দোষীদের উপযুক্ত শাস্তি এবং ব্যবস্থার দাবিতে তাঁরাও আন্দোলনে সামিল হয়েছেন। এই ঘটনার পরেই বাড়ানো হয়েছে সে রাজ্যের নিরাপত্তা।

English summary
Hornbill festival to be postponed, Mamata Banerjee, Rahul Gandhi tweets after Nagaland firing incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X